আকাশ চোপড়ার বিচারে আইপিএলে সর্বোচ্চ দর পেতে চলেছেন এই ক্রিকেটার

ভারতের হয়ে শেষ পাঁচ ইনিংসে চারটি হাফ সেঞ্চুরী এই ব্যাটারের

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Instagram)

আকাশ চোপড়া একপ্রকার নিশ্চিত যে কেএল রাহুলকে পাঞ্জাব কিংস নিলামের আগে রিটেইন না করলে আইপিএল ২০২২ নিলামে তাঁর জন্যই সর্বোচ্চ দর হাঁকা হবে। রাহুল গত রাতে রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৯ বলে ৬৫ রান করেছেন। স্টাইলিশ ওপেনার রোহিত শর্মার সাথে প্রথম উইকেটে ১১৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।   

তিনিই হবেন সর্বোচ্চ দর পাওয়া খেলোয়াড় – আকাশ চোপড়া 

ভারতের উদ্বোধনী জুটির প্রশংসা করার সময়, তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি ভিডিওতে আকাশ চোপড়া আলাদা করে কেএল রাহুলের প্রশংসা করেছিলেন। তিনি বলেছেন, “রোহিত এবং রাহুল কী অনবদ্য ছন্দে আছে। আমি আবার বলছি কেএল রাহুল ভারতের সেরা টি-টোয়েন্টি ব্যাটার। তাঁর চেয়ে ভাল ব্যাটার আর কেউ নেই। আইপিএল নিলামে তিনি উঠলে তিনিই হবেন সর্বোচ্চ দর পাওয়া খেলোয়াড়।”  

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যোগ করেছেন যে রাহুল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার পরে দুর্দান্ত ধারাবাহিকতা প্রদর্শন করেছেন। চোপড়ার পর্যবেক্ষণ অনুযায়ী, “যদি শেষ পাঁচটি ম্যাচ দেখা হয়, তাতে তিনি তিন-চারটি অর্ধশতক করেছেন। আমি জানি সে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলেনি, তবে এই খেলোয়াড়টি ভিন্ন স্তরের।” 

কেএল রাহুল ভারতের শেষ পাঁচটি টি-টোয়েন্টিতে চারটি হাফ সেঞ্চুরি করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ১৫ রানে আউট হয়েছিলেন। একমাত্র ওই ইনিংসেই তিনি পঞ্চাশ রান ছুঁতে ব্যর্থ হন। 

পেসারদের বিরুদ্ধে কভারের উপর দিয়ে কেএল রাহুলের দুর্দান্ত ছক্কায় বিস্মিতআকাশ চোপড়া বলেছেন, “বোলার যতো জোরেই বোলিং করুক না কেন, তিনি ফাস্ট বোলারদের বিরুদ্ধে কভারের উপর দিয়ে যেসব ছক্কা মারেন, তা এক কথায় অসাধারণ। অবশ্যই, আমি কেএল রাহুলের একজন ভক্ত। সবারই তাঁর ভক্ত হওয়া উচিত কারণ তাঁর দক্ষতার স্তর অবিশ্বাস্য।”

খ্যাতিমান ধারাভাষ্যকার রোহিত শর্মার প্রশংসাও করেছেন। চোপড়া বলেছেন, “রোহিত শর্মা খুব ধীরে শুরু করেছিলেন; তিনি প্রথম ২০ বলে মন্থর ছিলেন। দশম ওভারের কাছাকাছি এসে বুঝলেন যে বোলারদের যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে। এর পরে, মিচেল স্যান্টনারের একটি ওভারে ১৬ রান এবং তারপরে আরেকটি বড় ওভার। তিনি শর্ট বলের বিরুদ্ধে আশ্চর্যজনক সব ছক্কা মারেন।”

রাহুল এবং রোহিত একে অপরের খুব ভাল পরিপূরক। একজন ধরে খেললে অন্যজন চালিয়ে খেলেন। তাঁদের বোঝাপড়ার কারণেই ভারতের শেষ পাঁচটি ওপেনিং পার্টনারশিপ ৫০ বা তার বেশি রানের উপর হয়েছে।