আইপিএল থেকে বিদায়ের পর দলের পারফরম্যান্সের বিশ্লেষণ শিখর ধওয়ানের মুখে

Shikhar Dhawan
Shikhar Dhawan. ( Image Source: IPL )

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল রাজস্থান রয়্যালস। দুই দলের কাছেই এই ম্যাচ ছিল এবারের আইপিএলে টিকে থাকার লড়াই। সেখানেই শেষপর্যন্ত জয়ের হাসি ফুটেছে রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনের মুখে। এবারের মতো আইপিেলের মঞ্চা যাত্রা শেষ হয়ে গিয়েছে পঞ্জাব কিংসের। আসা শেষ হওয়ার পরকই দলের পারপরম্যান্স নিয়ে মুখ খুলেছেন পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধওয়ান। গোটা প্রতিযোগিতাতে কোথায় কোথায় তাদের ভুল হয়েছে তা নিয়েই এবার বিশ্লেষণে বসলেন খোদ পঢ্জাব কিংস অধিনায়ক শিখর ধওয়ান।

শেষ ম্যাচে লড়াই করার মতো রান করেও শেষরক্ষা করতে পারেনি পঞ্জাব কিংস। ম্যাচ সেষেই এবারের মতো ঈআইপিেলের মঞ্চে সমস্ত আশা শেষ হয়ে গিয়েছে পঞ্জাবের কিংসের। এরপরই এবারে প়্জাব কিংসের পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন পশিখর ধওয়ান। তাদের দলে এবারে তারণ্যের আধিক্য রয়েছে। এবারের আইপিএলের পারফরম্যান্স থেকেই শিক্ষা নিয়েই যে তারা ঘুরে দাঁড়াবে সেই কথাও বলতে দ্বিধা করেননি এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে কোথায় কোথায় ভুল হয়েথে চা নিয়েও আলোচনা করেছেন তিনি।

গতম্যাচে রাজস্থানের কাছে ৪  উইকেটে হেরে গিয়েছে শিখর ধওয়ানরা

শিখর ধওয়ানের মতে এবারের আইপিএলে তারা একসঙ্গে ব্যাটিং এবং বোলিংয়ে নিজেদের সেরা পারফরম্যাম্সটা দেখাতে পারেননি। তাঁর মতে কোনও ম্যাচে ভাল ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছেন। আবার কোনও ম্যাচে ভাল বোলিং। দুটো পারফরম্যান্স একসঙ্গে কোনও ্ময়াচেই দেখাতে পারেনিন পঞ্জাব কিংস বাহিনী। সেইসঙ্গে তাদের পিল্ডিং যে এবার খুব একটা বাল হয়নি তা মেনে নিয়েছেন সিখর ধওয়ান। এই মরসুমের পারফর্মযান্স থেকে শিক্ষা নিয়েই এবার গুরে দাঁড়াতে চায় পঞ্জাব কিংসের অধিনায়ক।

এই প্রসঙ্গে ম্যাচ শেষে শিখর ধওয়ান জানিয়েছিলেন, “এদিনের ম্যাচে বোলিং পারফরম্যান্স অত্যন্ত ভাল ছিল। কিন্তু আমরা সেভাবে ফিল্ডিং পারফরম্যান্স দেখাতে পারিনি। একের পর এক ক্যাচ ফস্কানোই এই ম্যাচ আমাদের হাত থেকে বের করে নিয়ে গিয়েছে। আমার মনে হয় েই সব জায়গাতেই আমরা আরও ভাল পারফরম্যান্স করতে পারতাম। কখনও আমাদের ব্যাটিং পারফর্ম্যান্স ভাল হয়েছে, তো কখনও আবার বোলিং পারফরম্যান্স ভাল হয়েছে। কোনো ম্যাচেই একসঙ্গে এই দুই জায়গায় আমরা সেরা পারফরম্যান্স দেখাতে পারিনি। আমাদের দলে তরুণদের সংখ্যা বেশী। এখান থেকেই শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে পারব”।

এদিন প্রথমে ব্যাটিং করে ১৮৭ রান করেছিল পঞ্জাব কিংস। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ভাল বোলিং করলেও শেষপর্যন্ত জিততে পারেনি পঞ্জাবের কিংসরা। শেষপর্যন্ত ৪ উইকেটে হারতে হয়েছিল পঞ্জাব কিংসকে।