“ভারতে বিশ্বকাপ খেলার সময় প্রতিদিন আমার প্রয়াত মায়ের কথা ভাবতাম” – প্যাট কামিন্স
আপডেট করা - Nov 29, 2023 3:16 pm

অধিনায়ক হিসেবে ২০২৩ সালে অস্ট্রেলিয়াকে দুটি গুরুত্বপূর্ণ ট্রফি জিতিয়েছেন প্যাট কামিন্স। প্ৰথমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর, ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে আবারও ভারতকে পরাজিত করেছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল।
ওডিআই বিশ্বকাপ জয়ের কিছু মাস আগে নিজের মাকে হারিয়েছিলেন প্যাট কামিন্স। তার মা মারিয়া স্তন ক্যান্সারের সাথে লড়াই করছিলেন এবং শেষমেশ তিনি নিজের প্রাণ হারান। তার অসুস্থতার কারণে বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩ চলাকালীন ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছিলেন প্যাট কামিন্স।
প্যাট কামিন্সের মাকে শ্রদ্ধা জানানোর জন্য ‘বার্মি আর্মি’ ট্রাম্পেটে ওয়েস্ট সাইড স্টোরির ‘মারিয়া’ গানটি বাজিয়েছিল এবং ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল। সম্প্রতি, এই ক্লিপটির ব্যাপারে কথা বলেছেন প্যাট কামিন্স।
এবিসি স্পোর্টের সাথে একটি সাক্ষাৎকারের সময় প্যাট কামিন্স বলেন, “ক্রিকেট চিরকাল আমাদের পরিবারের একটি বড় অংশ ছিল এবং আমাদের প্রাচীনতম প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা দেখতে পেয়েছিলাম, এটি সত্যিই বিশেষ ছিল। আমি প্রতিদিন তার ব্যাপারে চিন্তা করি; এই বছরের আগে তিনি অনেক সাফল্য দেখেছিলেন, এবং আমি কে তার একটা বড় অংশ হলেন তিনি, এবং আমি নিশ্চিত যে তিনি সত্যিই গর্বিত হতেন।”
“মা এবং বাবা সবসময় আমাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতেন যে আমরা কতটা ভাগ্যবান যে আমরা এই দেশে বসবাস করি” – প্যাট কামিন্স
প্যাট কামিন্স বলেছেন যে তার বাবা-মার দেওয়া শিক্ষার কারণেই তার পা সর্বদা মাটিতে থেকেছে। কামিন্স এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন। অস্ট্রেলিয়া বর্তমানে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে ব্যস্ত। এই সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন ম্যাথু ওয়েড।
প্যাট কামিন্স বলেন, “মা এবং বাবা সবসময় আমাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতেন যে আমরা কতটা ভাগ্যবান যে আমরা এই দেশে বসবাস করি এবং আমাদের কাছে কি কি সুবিধা রয়েছে, আবার তারা আমাদের এটাও বুঝিয়ে দিয়েছিলেন যে আমরা একটি খুব বড় বিশ্বের একটি ছোট, সামান্য অংশ এবং আমাদের পা সবসময় মাটিতে থাকা উচিত।”
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে খুব ভালো বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন প্যাট কামিন্স। তিনি ১০ ওভারে মাত্র ৩৪ রান দিয়েছিলেন এবং এর বিনিময়ে ২টি উইকেট তুলে নিয়েছিলেন।