রবিচন্দ্রন অশ্বিনের মোকাবিলায় স্টিভ স্মিথদের প্রস্তুতিতে বরোদার স্পিনার মহেশ পিথিয়া
আপডেট করা - Feb 3, 2023 3:55 pm

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মুখে রবিচন্দ্রন অশ্বিনের কথা শোনা গিয়েছিল। ভারতের বিরুদ্ধে এবার েই টেস্ট সিরিজ জয়ের জন্য মরিয়া হয়ে রয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ভারতের পিচ মানেই যে সেখানে স্পিনের দাপট থাকবে তা বুঝতে বাকি নেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। আর সেভাবেই নিজেদের প্রস্তুত করে চলেছেন তারা। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিনের মোকাবিলা করাই যেন তাদের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। সেজন্য অস্ট্রেলিয়া শিবিরে এসেছেন মহেশ পিথিয়া।
রবিচন্দ্রন অশ্বিনের সামনে বরাবরই সমস্যায় পড়তে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটারদের। সেই সমস্যা দূর করতেই অস্ট্রেলিয়ার প্রস্তুতি শিবিরে রবিচন্দ্রন অশ্বিনের ডুপ্লিকেট মহেশ পিথানাকে নিজেদের শিবিরে ডেকেছে তারা। রবিচন্দ্রন অশ্বিনই শুধু নন, ভারতীয় শিবিরে রয়েছেন অক্ষর পটেলও। তাঁকে খেলার জন্য ইতিমধ্যেই তাঁর বিডিও দেখাও আরম্ভ করে দিয়েছেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানেরা। ভারতীয় দলের বিরুদ্ধে নামার গে প্রস্তুতিতে কোনওরকমের খামতি রাখতে নারাজ ব্যাগী গ্রীন বাহিনী।
রবিচন্দ্রন অশ্বিনকেই নিজের অনুপ্রেরণা মনে করেন মহেশ পিথিয়া
২ ফেব্রুয়ারী থেকেই আলুর ক্যাম্পে প্রস্তুতিতে নেমে পড়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। শোনাযাচ্ছে সেখানকার পিচ কিউরেটর কে নাকি তিনটি পিচ প্রস্তুত করার জন্য বলেছেন তারা। ভারতের বিরুদ্ধে নামার আগে কোনওরকম প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা রাখেনি অস্ট্রেলিয়া। কেএসসিএ স্টেডিয়ামে বিশেষ স্পিন পিচেই চলছে স্টিভ স্মিথ, প্যাট কামিন্সদের প্রস্তুতি। সেখানেই একটি ছবিতে দেখা গিয়েছে রবিচনদ্রন অশ্বিনের মতো বোলিং স্টাইলের মহেশ পিথিয়ার বিরুদ্ধে প্রস্তুতি সারছেন স্টিভ স্মিথ, মর্নাস লাবুশানেরা।
২০০৪ সালে শেষবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পেরেছিল অস্ট্রেলিয়া। অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বে ২০০৪ সালে সেই টেস্ট সিরিজ জিততে পেরেছিল অস্ট্রেলিয়া। এরপর থেকে ভারতীয় দলের বিরুদ্ধে ভারতের মাটিতে আর কোনও টেস্ট সিরিজই জিততে পারেনি। বরাবরই ভারতের স্পিন আক্রমণের বিরুদ্ধে সমস্যায় পড়তে হয়েছে অস্ট্রেলিয়াকে। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিনের অফ স্পিন তাদের আরও সমস্যায় ফেলেছে বহুবার। সেজন্যই এবার অশ্বিন ভক্ত মহেশ পিথিয়াকে প্রস্তুতির জন্য ডাকা হয়েছে অস্ট্রেলিয়া শিবিরে।
বোলিংয়ের ক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিনকেই নকল করেন বরোদার এই ক্রিকেটার মহেশ পিথিয়া। সেজন্য অশ্বিনের মোকাবিলার জন্য তাঁকেই বেছে নিয়েছে তারা। স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে সহ অজি ব্যাটারদের সেই প্রস্তুতির ছবিই সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল। আগামী ৯ ফেব্রুয়ারী ভারতের বিরুদ্ধে নাগপুরে প্রথম টেস্ট ম্যাচে নামবে অস্ট্রেলিয়া। তার আগে বেঙ্গালুরুতেই চারদিনের প্রস্তুতি শিবির শুরু হয়ে গিয়েছে তাদের।