বিরাট কোহলিকে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Virat Kohli agaist pakistan
Virat Kohli agaist pakistan. ( Image Source: bcci twitter )

গত বিশ্বকাপে এই পাকিস্তানের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। সেই ম্যাচেও অবশ্য রান পেয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু ভারতের জয়দেখতে পারেননি। তারপর বদলে গিয়েছ অনেক কিছুই। রবিবার ফের একবার টি টোয়েনেটি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারত। সেখানেই ফের একবার গর্জে উঠলেন বিরাট কোহলি। র তাতেই শেষ হয়ে গিয়েছে পাকিস্তান শিবির। কোহলির বিরাট ইনিংসের সামনে এদিন সবই ছিল ম্লান। শেষপর্যন্ত মাঠে থেকে ভারতকে জিতিয়েই এদিন মাঠ ছেড়েছেন তিনি। এরপর থেকেই শুভেচ্ছার বার্তার ঢল।

বিরাট কোহলির অসাধারণ ইনিংস দেখার পরই তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাতেই আপ্লুত সকলে। পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেমেছিল ভারতীয় দল। চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জিততে এদিন মরিয়া ছিল টিম ইন্ডিয়া। সেইসঙ্গে অপেক্ষা ছিল গতবারের বিশ্বকাপের প্রতিশোধ নেওয়ারও। আর সেই কাঙ্খিত জয়টাই এল বিরাট কোহলির হাত ধরে। পাকিস্তানের বিরুদ্ধে গোটা বিশ্ব দেখল বিরাট কোহলির রাজকীয় প্রত্যাবর্তন।

পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি

ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই সেখানে নাটকীয়তার কোনও অভাব থাকবে না। রবিবারের ম্যাচেও সেই নাটকীয়তার কোনও অভাব ছিল না। ম্যাচ গড়িয়েছিল শেষ বল পর্যন্চ। সেখানেই টিম ইন্ডিয়ার জয়ের নায়কের নাম বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে ৮১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন বিরাট কোহলি। আর সেই ইনিংস দেখার পর থেকেই বিরাট মন্ত্রে মুগ্ধ হয়েছে সকলে। সোশ্যাস মিডিয়া জুড়ে শুধুই  এখন বিরাট বন্দনা। ভারতীয় দলকে তো শুভেচ্ছা জানিয়েইছেন, সেইসঙ্গে বিরাট কোহলিকেও শুভেচ্ছা বার্তা দিলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি টুইট করে লিখেছেন, “ভারতীয় দল এক অসাধারণ লড়াই করে জয় তুলে নিয়েছে। এমন জয়ের জন্য তাদেরকে অনেক শুভেচ্ছা। বিশেষ করে বিরাট কোহলির অসাধারপণ পারফরম্যান্সের জন্য তাঁকে অনেক শুভেচ্ছা । সামনের ম্যাচের জন্য আরও অনেক শুভেচ্ছা রইল”।

টস জিতে পারিস্তানের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। শুরু থেকেই দুর্ধর্ষ ফর্মে ছিলেন এদিন অর্শদীপ সিং। তাঁর দাপটে শুরুতেই পাকিস্তানের সেরা দুই ব্যাটার সাজঘরে ফিরে গিয়েছিলেন। এরপর থেকেই মাঠে ছিল হার্দিক পান্ডিয়ার দাপট। মাত্র ৩০ রান দিয়ে তিনি একাই তুলে নিয়েছিলেন ৩ ুইকেট। আর তাতেই কার্যত পাকিস্তান ব্যাটিং লাইনআপ ভেঙে পড়েছিল। ১৫৯ রানেই শেষ হয়ে গিয়েছিল পাকিস্তান। ভারতের সামনে লক্ষ্যটা অবশ্য ছিল সহজ।

কিন্তু  ভারতীয় দলও শুরুটা খুব একটা ভালভাবে করতে পারেনি। শুরুতেই রোহিত শর্মা এবং লোকেশ রাহুল ফিরেযাওয়াতেই চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেই জায়গা থেকেই দলের হাল ধরেন বিরাট কোহলি। তাঁর শুধু যেকোনও একজনের সঙ্গ প্রয়োজন ছিল। সেটাই দিলেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। হার্দিকের সঙ্গে ১০০ রানের পার্টনারশিপ গড়েছিলেন তিনি। আর তাতেই ম্যাচ ভারতের হাতে চলে আসে।

সময় যত এগিয়েছিল, ততই এদিন ভয়ঙ্কর হয়েছিলেন বিরাট কোহলি। শেষ তিন ওভারে দেখা গিয়েছিল তাঁর ব্যাট থেকে রানের ঝড়। শাহিন আপেরিদি থেকে হারিস রওফ, সকলেই বিরাট কোহলির সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিলেন। একাই শেষ করে দিয়েছিলেন সকলকে। তাঁর গোটাইনিংস জুড়ে রয়েছে ৬টি চার ও ৪টি ছয়। বিরাট বিক্রমেই পাক বধ করে এবার যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া।