যে ৫ ভারতীয় আনক্যাপড ক্রিকেটার আইপিএল ২০২৩-এ সফল হওয়ার পরে জাতীয় দলে সুযোগ পেতে পারেন

শীঘ্রই ভারতের জাতীয় দলে দেখা যেতে পারে এই ৫ ক্রিকেটারকে

Rinku Singh and Yashasvi Jaiswal. (Photo Source : BCCI/IPL)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) যখন ২০০৮-এ শুরু হয়েছিল, তখন এই টুর্নামেন্টকে এমন এক মঞ্চ হিসেবে তুলে ধরা হয়েছিল যেখানে ক্রিকেটাররা তাঁদের প্রতিভা তুলে ধরার সর্বোচ্চ সুযোগ পাবেন। বিগত ১৬টি মরসুমে আইপিএল প্রতিভাধর ক্রিকেটারদের সামনে মঞ্চ হিসেবে বারেবারেই ব্যবহৃত হয়েছে এবং এই টুর্নামেন্টে সাফল্য পাওয়ার কারণে বেশ কিছু অখ্যাতনামা ক্রিকেটার পরিচিতি পাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলের হয়ে সুযোগ পেয়েছে।

Advertisement
Advertisement

সেই ধারা অব্যাহত থাকতে পারে আইপিএল ২০২৩-এর পরেও। এই সংস্করণে যেসব আনক্যাপড ক্রিকেটার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে অনেকেই ভবিষ্যতে ভারতের জাতীয় দলে সুযোগ পেতে পারেন। এখানে আলোচনা করা হল এমন পাঁচ ক্রিকেটারকে নিয়ে, যাঁরা এখনও অবধি জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও, ভবিষ্যতে টিম ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করতে পারেন।

ভারতের হয়ে ভবিষ্যতে সুযোগ পেতে পারেন এমন ৫ ক্রিকেটার

৫) আকাশ মাধওয়াল

Akash Madhwal. (Image Source: IPL/BCCI)

আইপিএল ২০২২-এর শেষের দিকে সূর্যকুমার যাদব চোট পেয়ে টুর্নামেন্ট থেকে যখন ছিটকে যান, তখন মুম্বাই ইন্ডিয়ান্স ২০ লাখ টাকা মূল্যে আকাশ মাধওয়ালকে তাঁর পরিবর্ত হিসেবে স্কোয়াডে সংযুক্ত করেছিল। তবে গত মরসুমে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি উত্তরাখন্ডের পেসার।

আইপিএলের ১৬তম সংস্করণেও শুরু থেকে মাধওয়াল সুযোগ পাননি। ৪৬তম ম্যাচে প্রথম সুযোগ এসেছিল এবং আইপিএল অভিষেকে ৩ ওভারে ৩৭ রান দিয়েছিলেন। তবে মরসুম শেষে ৮ ম্যাচ খেলে মাধওয়ালের সংগ্রহে ১৪ উইকেট।

১৫.৬৪ গড় ও ৮.৫৮ ইকোনমি রেট রাখা বোলারের সেরা পারফর্ম্যান্স এসেছিল আইপিএল প্লে-অফের এলিমিনেটরে। মাত্র ৩.৩ ওভারে ৫ রান দিয়ে ৫ উইকেট নিয়ে আইপিএলের প্লে-অফের ইতিহাসে সেরা পরিসংখ্যান নথিভুক্ত করেছিলেন তিনি। জাসপ্রিত বুমরাহের অবর্তমানে ডেথ ওভারে মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম প্রধান ভরসা হয়ে ওঠা মাধওয়ালকে ভবিষ্যতে ভারতের পেস আক্রমণের অংশ হিসেবে ভাবা যেতেই পারে।

Page 1 / 5
Next