যে ৫ ভারতীয় আনক্যাপড ক্রিকেটার আইপিএল ২০২৩-এ সফল হওয়ার পরে জাতীয় দলে সুযোগ পেতে পারেন

শীঘ্রই ভারতের জাতীয় দলে দেখা যেতে পারে এই ৫ ক্রিকেটারকে

৪) জিতেশ শর্মা

Jitesh Sharma. (Image Source: IPL/BCCI)

পাঞ্জাব কিংস আরও একটি ব্যর্থ অভিযানের শেষে আইপিএল ২০২৩ শেষ করেছিল পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে থেকে। তবে দলের ব্যর্থতার মাঝেও, উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মা যেভাবে পারফর্ম করেছেন, তাতে আশ্বস্ত হতে পারে কিংসের টিম ম্যানেজমেন্ট।

Advertisement
Advertisement

মিডল অর্ডারে নেমে ১৪ ইনিংসে ৩০৯ রান করেছেন ১৫৬.০৬ স্ট্রাইক রেটে। এটি লক্ষ্যণীয় যে লোয়ার মিডল অর্ডারে খেলার কারণে জিতেশ একটি ইনিংসেও হাফ-সেঞ্চুরি করতে পারেননি, তাও তিনশো রানের গণ্ডী টপকাতে অসুবিধা হয়নি তাঁর। ২২টি চারের পাশাপাশি ২১টি ছক্কাও হাঁকিয়েছেন তিনি।

২০২২ টি-২০ বিশ্বকাপে ভারত দীনেশ কার্তিক ও ঋষভ পান্তকে উইকেটকিপার হিসেবে খেলিয়েছিল। তবে ফর্মের কারণে কার্তিক ও দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় পান্ত এখন জাতীয় দলের বাইরে। সেক্ষেত্রে জিতেশকে উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলালে একজন উপযুক্ত ফিনিশারের সন্ধান শেষ হতে পারে টিম ইন্ডিয়ার।

Previous
Page 2 / 5
Next