যে ৫ ভারতীয় আনক্যাপড ক্রিকেটার আইপিএল ২০২৩-এ সফল হওয়ার পরে জাতীয় দলে সুযোগ পেতে পারেন

শীঘ্রই ভারতের জাতীয় দলে দেখা যেতে পারে এই ৫ ক্রিকেটারকে

৩) তিলক ভার্মা

Tilak Varma
Tilak Varma. (Image Source: IPL/BCCI)

২০ বছর বয়সী ব্যাটার মুম্বাই ইন্ডিয়ান্সকে প্লে-অফ অবধি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। গত মরসুম থেকে আইপিএলে সুযোগ পাওয়া ব্যাটার আইপিএল ২০২৩-এ ইমার্জিং প্লেয়ারের পুরস্কার পাওয়ার দাবীদার ছিলেন।

১১ ইনিংসে ৩৪৩ রান করেছেন ১৬৪.১১ স্ট্রাইক রেটে। তিনশোর বেশী রান করা ব্যাটারদের মধ্যে তাঁর স্ট্রাইক রেট ষষ্ঠ সর্বোচ্চ। তাঁর বয়স মাত্র ২০ বছর হলেও, পাওয়ারহিটিংয়ের মাধ্যমে নজর কেড়েছেন এবং ২৩টি ছক্কা মেরেছেন পুরো মরসুম জুড়ে।

জাতীয় দলের মিডল অর্ডারে এই মুহূর্তে খুব বেশী বাঁ-হাতি ব্যাটার নেই। তিলককে সুযোগ দেওয়া হলে সেই ঘাটতি পূরণ হবে। এ ছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বোলিংয়ের বিশেষ সুযোগ না পেলেও, ঘরোয়া ক্রিকেটে তিলক বল হাতেও অবদান রেখেছেন। তাই তিলককে ভারতীয় দলে রাখা হলে বোলিং বিকল্প-সম্পন্ন একজন উদীয়মান বাঁ-হাতি ব্যাটারের বৈচিত্র্য যুক্ত হবে।

Previous
Page 3 / 5
Next