আইপিএলকে বিদায় জানানোর আগে ধনশ্রী বর্মার নাচের ক্লাসে চাহাল ও বাটলার

Yuzvendra Chahal and Jos Buttler
Yuzvendra Chahal and Jos Buttler. (Photo Source: Instagram)

দীর্ঘ আড়াই মাসের লড়াই শেষ। এবার সকলকে বিদায় জানানোর পালা। আইপিএলের ফাইনাল পর্যন্ত পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি রাজস্থান রয়্যালস। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান হয়নি জস বাটলারের ব্যাট কিংবা যুজবেন্দ্র চাহালের বলে। গুজরাত টাইটান্সের কাছে হেরে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। হতাশা তো থাকবেই। কিন্তু লড়াই শেষে এবার হাসি মুখেই আইপিএল বিদায় জানানোর সময়। তার আগেই চাহাল পত্নী ধনশ্রী বর্মার নাচের ক্লাসে জস বাটলার ও যুজবেন্দ্র চাহাল।

যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী বর্মার নাচের ভিডিও বরাবরই বেশ ফেমাস। এর আগেও বহুবার নানান ক্রিকেটারকে ধনশ্রী বর্মার নাচের ক্লাসে দেখা গিয়েছে। বিরাট কোহলি থেকে আরও অন্যান্য ক্রিকেটাররা চাহাল পত্নীর সঙ্গে নাচের তালে পা মিলিয়েছেন। এবার পা মেলালেন রাজস্থান রয়্যালসের এবারের সেরা তারকা জস বাটলার। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হেরে গেলেও, শেষ মুহূর্তে হাসি মুখেই আইপিএলকে বিদায় জানালো তারা।

৮৬৩ রান করে এবারের আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতেছেন জস বাটলার

এবারের আইপিএলের মঞ্চে প্রথম দিন থেকেই বারবার শিরোনামে উঠে এসেছেন জস বাটলার। তাঁর রানের ঝড়ে মুগ্ধ হয়েছে সমস্ত ক্রিকেট ভক্তরা। সেইসহ্গে বল হাতে যুজবেন্দ্রর চাহালও তাএর জাদু দেখয়ে গিয়েছেন গোটা প্রতিযোগিতায়। ফাইনালের মঞ্চে তারা সফল হয়নি। কিন্তু গোটা আইপিএল জুড়ে সমস্ত ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছেন তারা। তাই বিদায় জানানোর মুহূর্তে চাহাল পত্নীর এক অভিনব ভাবনা। যুজবেন্দ্র চাহাল এবং বাটলারের সঙ্গে নাচের তালে পা মেলালেন তিনি।

আর সেই ভিডিওর ট্যাগ লাইন দিয়েছেন দ্য পিঙ্ক বিটুইন অরেঞ্জ অ্যান্ড পার্পল। এবারের আইপিএলে সর্বোচ্চ রান করে অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছেন জস বাটলার। আর পার্পল ক্যাপ জিতেছেন যুজবেন্দ্র চাহাল। আর পিঙ্ক অর্থাত্ রাজস্থান রয়্যালসের সমর্থক হিসাবেই নিজেকে বুঝিয়েছেন ধনশ্রী বর্মা। বিদায় জানানোর আগে জস বাটলারের সঙ্গে ডান্স স্টেপ দেখালেন ধনশ্রী।  সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওই ভাইরাল।

২৭ উইকেট নিয়ে আইপিএলে পার্পল ক্যাপ জিতেছেন যুজবেন্দ্র চাহাল

সোশ্যাল মিডিয়াতে চাহাল পত্নী ধনশ্রী বার্তাও দিয়েছেন। তিনি লিখেছেন, “বাটলার এবং চাহালের প্রতি আমার যে শ্রদ্ধা রয়েছে তা হয়ত শুধু শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। জস বাটলার সত্যিই একজন অসাধারণ ব্যক্তিত্ব। তাঁর সঙ্গে কাটানো মজার মুহূর্তগুলো সত্যিই মিস করব। আমরা হয়ত কাপ জিততে পারিনি ঠিকই, কিন্তু বহু মানুষের মন জিতে নিয়েছি”।

এবারের আইপিএলে চারটে সেঞ্চুরী করে বিরাট কোহলির রেকর্ড ছুঁয়েছেন জস বাটলার। এছাড়া প্রতিযেগিতায় সর্বোচ্চ রান করেও সকলকে চমকে মুগ্ধ করেছেন জস বাটলার। এবারের আইপিএলে ৮৬৪ রান করেছেন বাটলার। অন্যদিকে যুজবেন্দ্র চাহালের সঙ্গে ঝুলিতে রয়েছে ২৭টি উইকেট। শুধু কাপটাই তাদের ড্রেসিংরুমে এল না।