আনক্যাপড ব্যাটার হিসেবে একটি আইপিএল মরসুমে সর্বাধিক রান করার রেকর্ড করলেন যশস্বী জয়সওয়াল

ভেঙে দিলেন শন মার্শের রেকর্ড

Yashasvi Jaiswal
Yashasvi Jaiswal. (Photo Source: IPL/BCCI)

চলমান আইপিএল ২০২৩-এ যশস্বী জয়সওয়াল একটি দুর্দান্ত মরসুম কাটাচ্ছেন। এই সংস্করণে রাজস্থান রয়্যালস (আরআর)-এর হয়ে ওপেনার হিসেবে খেলে বেশ কয়েকটি রেকর্ড ভেঙে দিয়েছেন। ১৯শে মে, শুক্রবার, ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পাঞ্জাব কিংস (পিবিকেএস)-এর বিরুদ্ধে ৩৬ বলে ৫০ রান করে ২১ বছর বয়সী তাঁর চাঞ্চল্যকর ফর্ম অব্যাহত রেখেছেন।

ম্যাচ চলাকালীনই ওপেনিং ব্যাটার আরও একটি রেকর্ড অর্জন করেছেন। আইপিএলের একটি সংস্করণে একজন আনক্যাপড ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড করেছেন তিনি। চলমান মরসুমে জয়সওয়াল অরেঞ্জ ক্যাপ জয়ের লড়াইয়ে আছেন। ৪৮.০৭ গড়ে, ১৬৩.৬১ স্ট্রাইক রেটে বাঁ-হাতি ব্যাটার ৬২৫ রান করে এখনও পর্যন্ত আইপিএল ২০২৩-এর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। উত্তর প্রদেশে জন্মগ্রহণকারী এই ব্যাটারের সেরা স্কোর ১২৪।

অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হওয়ার আগে আইপিএল ২০০৮-এ ১১ ইনিংসে করা শন মার্শের ৬১৬ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন জয়সওয়াল। ১৫ বছর ধরে সেই রেকর্ডটি অক্ষত ছিল। আইপিএলের প্রথম মরসুমে এই রেকর্ডটি করার পথে মার্শ পাঁচটি হাফ-সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেছিলেন। জয়সওয়াল চলমান মরসুমে কেকেআরের বিরুদ্ধে মাত্র ১৩ বলে পঞ্চাশ রানে পৌঁছে আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতকের রেকর্ডও করেছেন।

২০২০-তে আরও এক আনক্যাপড ব্যাটার নজর কেড়েছিলেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান ৫৭.৩৩ গড়ে ৫১৬ রান করেছিলেন। ১৪৫.৭৬ স্ট্রাইক রেট রেখে ব্যাটিং করে ঝাড়খণ্ডের খেলোয়াড় চারটি হাফ-সেঞ্চুরিও করেছিলেন।

আইপিএলের ২০১৮ সালের সংস্করণে সূর্যকুমার যাদব ৫১২ রান করে আনক্যাপড ব্যাটার হিসেবে একক মরসুমে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থান দখলে রেখেছেন। ৩৬.৫৭ গড় ) ১৩৩.৩৩ স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করে সূর্যকুমার সেই মরসুমে চারটি হাফ-সেঞ্চুরিও করেছিলেন।

রাজস্থান রয়্যালস জিতে প্লে-অফের আশা টিঁকিয়ে রেখেছে

ম্যাচের প্রসঙ্গে, মিডল অর্ডারে স্যাম কারান (৩১ বলে ৪৯*), জিতেশ শর্মা (২৮ বলে ৪৪) ও শাহরুখ খান (২৩ বলে ৪১*)-এর অবদানের সৌজন্যে পাঞ্জাব প্রথম ইনিংসে ১৮৭/৫ অবধি পৌঁছেছিল। রাজস্থানের হয়ে ৪ ওভারে ৪০ রানে ৩ উইকেট নিয়ে বোলারদের মধ্যে সেরা ছিলেন নভদীপ সাইনি।

জবাবে রাজস্থানের তারকা ব্যাটার জস বাটলার শূন্য রানে ড্রেসিং রুমে ফিরলেও, জয়সওয়ালকে সঙ্গে নিয়ে দেবদত্ত পাড়িক্কাল (৩০ বলে ৫১) ম্যাচ জেতানো ইনিংস খেলেন। দুজনের মধ্যে দ্বিতীয় উইকেটে ৭৩ রান ওঠে। শিমরন হেটমায়ার ২৮ বলে ৪৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে আরআরকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। শেষ পর্যন্ত, রয়্যালস ১৯.৪ ওভারে লক্ষ্য তাড়া করেছিল ৪ উইকেট হাতে রেখে।