আইপিএল ২০২৩-এর সেরা খেলোয়াড় হিসেবে জয়সওয়ালকে বাছলেন ডি ভিলিয়ার্স

আইপিএল ২০২৩-এ ১৪ ম্যাচে ৪৮.০৮ গড়ে এবং ১৬৩.৬১ স্ট্রাইক রেটে ৬২৫ রান করেছেন জয়সওয়াল

Yashasvi Jaiswal
Yashasvi Jaiswal. (Photo Source: IPL/BCCI)

রাজস্থান রয়্যালস (আরআর)-এর তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণে অসাধারণ ক্রিকেট খেলেছেন। ২১ বছর বয়সী ১৪ ম্যাচে ৪৮.০৮ গড়ে এবং ১৬৩.৬১ স্ট্রাইক রেটে ৬২৫ রান করেছেন। বর্তমানে আইপিএলের অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে চতুর্থ স্থানে রয়েছেন তিনি। ব্যাট হাতে তাঁর আক্রমণাত্মক প্রবণতার কারণে অনেক সময় তিনি সঙ্গী ওপেনার জস বাটলারের চেয়েও বিধ্বংসী হয়ে উঠেছিলেন।

তরুণ ক্রিকেটার তাঁর দলকে প্লে-অফের জন্য যোগ্যতা অর্জনে সাহায্য করতে ব্যর্থ হলেও, এবি ডি ভিলিয়ার্সসহ একাধিক প্রাক্তন ক্রিকেটার তাঁর প্রশংসা করেছেন। ডি ভিলিয়ার্স এমনকী জয়সওয়ালকে আইপিএল ২০২৩-এর প্রিয় খেলোয়াড় হিসেবেও বেছে নিয়েছেন।

শুধুমাত্র ধারাবাহিকভাবে রান করাই নয়, জয়সওয়াল ওপেনার হিসেবে অতি-আগ্রাসী ব্যাটিং করে বিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই বাঁ-হাতি ব্যাটার আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরি করার রেকর্ড করেছিলেন। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে ডি ভিলিয়ার্স উল্লেখ করেছেন যে জয়সওয়ালের কাছে সমস্ত শট রয়েছে এবং তিনি শান্ত ও ধীর হওয়ায় সাফল্য পেয়েছেন।

“আমার ক্ষেত্রে (পছন্দের খেলোয়াড়) যশস্বী জয়সওয়াল এবং নিশ্চিতভাবে দীর্ঘ ব্যবধানে। সে একজন তরুণ খেলোয়াড় এবং সব শটই রয়েছে। উইকেটে তার শান্ত ও ধীর মেজাজ থাকে এবং সে যেভাবে বোলারদের উপর আধিপত্য বিস্তার করে, তা আমি পছন্দ করি এবং সর্বদা মনে হয় সে নিয়ন্ত্রণে আছে,” ডি ভিলিয়ার্স জিওসিনেমা-তে বলেছেন।

“শুবমান তার চেয়ে একটু বড়, আমি মনে করি জয়সওয়ালকে অনেক দূর যেতে হবে, এবং সেরা হয়ে ওঠার জন্য তার কাছে সমস্ত দক্ষতা রয়েছে,” তিনি আরও যোগ করেছেন।

এদিকে, রাজস্থান রয়্যালস টুর্নামেন্টে তাদের শেষ নয় ম্যাচের মধ্যে মাত্র তিনটি জেতায় পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে শেষ করেছিল। জস বাটলার শেষের দিকের ম্যাচগুলিতে প্রভাব ফেলতে ব্যর্থ হন এবং মোট পাঁচ ম্যাচে ডাকে আউট হয়েছিলেন। তাদের ব্যাটিং প্রায় সময়ই নড়বড়ে দেখাচ্ছিল। ধ্রুব জুরেল ও শিমরন হেটমায়ার মিডল-অর্ডারে ধারাবাহিক হতে পারেননি। দলটি আগামী বছরে উন্নতির আশা করবে।