ইমার্জিং টিমস এশিয়া কাপে ভারতীয়-এ দলের অধিনায়ক যশ ধুল
আপডেট করা - Jul 5, 2023 3:01 pm
দলীপ ট্রফির আগে তাঁকে নিয়ে কথা হলেও শেষপর্যন্ত সুযোগ হয়নি যশ ধুলের। যদিও দুই সপ্তাহ যেত না যেতেই ভারতীয়-এ দলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন এই তরুণ ক্রিকেটার। ইমার্জিং এশিয়া কাপের মঞ্চে ভারতীয়-এ দলের অধিনায়কের দায়িত্ব উঠেছে যষ ধুলের কাঁধে। গত মঙ্গলবারই ইমার্জিম এশিয়া কাপের জন্য ভারকতীয় -এ দল ঘোষণা করেছে বিসিসিআই। সেখানেই ভারতীয় দলের অধিনায়ক হয়েছেন এই তরুণ ক্রিকেটার। নিজের পারফরম্যান্স দেখিয়ে সকলের নজর তাড়া কাাড়তে পারেন কিনা সেটাই এখন দেখার।
যশ ধুলের সঙ্গে সেই দলে সুয়োগ পেয়েছেন হর্ষিত রানা ও নিশান্ত সিন্ধু। আগামী ১৩ জুলাই থেকে শুরু হবে এবারের ইমার্জিম এশিয়া কাপ। সেখানেই ভারতের পাশাপাশি আরও সাতটি দেশ অংশগ্রহন করছে। ১০ দিনের এই প্রতিযোগিতা যে এই তরুণ ক্রিকেটারদের কাছে নিনজেদের পারফরম্যান্স প্রমান করার অন্যতম সুযোগ তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। ভারতের পাশাপাশি এই প্রতিযোগিতায় খেলবে শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, নেপাল ও বাংলাদেশ।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৩৬৩ রান করেছিলেন যশ ধুল
আট দলের এই প্রতিযোগিতায় ভারতীয়-এ দলকে নেতৃত্ব দেবেন যশ ধুল। যদিও এবার ঘরোয়া ক্রিকেট এবং আইপিঅএলের ম়্চেও সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি এই তরুণ ক্রিকেটার। তবে শেষবার তাঁর নেতৃত্বেই অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। সেইযশ দুলের সামনেই যে এবার নতুন এক সুযোগ অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না। ১৩ জুলাই মাঠে নামার অপেক্ষাতেই রয়েছে সকলে।
যশ ধুলের পাশাপাশি ভারতীয়-এ দলে জায়গা করে নিয়েছেন হর্ষিত রানা ও নিশান্ত সিন্ধু। রানার বোলিং দক্ষতা নিয়ে বেশ কয়েকদিন ধরেই নানা কথাবার্তা চলছে। তাঁর শারীরিক গঠন এবং দীর্ঘ স্পেল বোলিং করার দক্ষতা রয়েছে। সেজন্য়ই এই প্রতিযোহিতায় যে তাঁর দিকে নজর থাকবে তা বলার অপেক্ষা রাখে না। এছাড়া নিশান্ত সিন্ধু মিডল অর্ডারের একজন নির্ভরযোগ্য ব্যাটার। সেইসঙ্গে বাঁহাতি স্পিনারও তিনি। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
অন্যদিকে এই প্রতিযোগিতা যে যশ ধুলের কাছে অন্যতম একটিু সুযোগ তাও বলার অপেক্ষা রাখে না। সৈয়দ মুস্তাক আলিতে আট ইনিংস খেলে ৩৬৩ রান করেছিলেন যশ ধুল। কিন্তু সেই পারফরম্যান্স রঞ্জি ট্রফি ও বিজয় হাজারেতে ধরে রাখতে পারেননি।