ডব্লুটিসি ২০২৩ঃ ফাইনাল ভারত বনাম অস্ট্রেলিয়া, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী

Rohit Sharma and Pat Cummins
Rohit Sharma and Pat Cummins. (Photo Source: IndianCricketTeam/Insta)

আগামী ৭ জুন ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া।  বহু চর্চিত সেই ফাইনাল শুরু হতে হাতে আর ২৪ ঘন্টাও সময় নেই। ঐতিহ্যের ওভালে শুরু হবে টেস্টের মঞ্চে সেরা দল হওয়ার লড়াই। শেষপর্যন্ত কোন  অধিনায়কের মাথায় সেরা টেস্ট দলের মুকুট উঠবে তা তো সময়ই বলবে। সেই ফাইনাল ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। গতবার এই ফাইনালের মঞ্চে উঠলেও শেষরক্ষা করতে পারেনি ভারত। এবার অস্ট্রেলিয়ার সাফল্যের খোঁজে টিম ইন্ডিয়া।

এই বছরই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফিতে নেমেছিল টিম ইন্ডিয়া। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দল এবং  সেই সিরিজও ২-১ ফলাফলে জিতে নিয়েছিলেন রোহিত শর্মারা।  এবার সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামতচে চলেছেন টিম ইন্ডিয়া। তার আগেই ভারতীয় দলের প্রথম একাদস কী হবে তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে রয়েছে। বিশেষ করে  দুটো জায়গা নিয়েই চর্চা চলছে বিভিন্ন মহলে।

উইকেটকি্পিংয়ে কেএস ভরত নাকি ঈশান কিষাণ। সেইসঙ্গে স্পিনার হিসাবে রবীন্দ্র জাদেজার সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন খেলেন কিনা তা নিয়েও নানান আসোচনা চলছে। সেই দিকেই এখন নজর রয়েছে সকলে। এই প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট ম্যাচে নামছে ভারতীয় দল। সেইসঙ্গে ওবারের ১৪০ বছরের ইতিহাসে প্রথমবার জুন মাসে টেস্ট সেখানে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ হতে চলেছে। সেই ম্যাচ শুরু হওয়ার আগে ওভালের পিচের দিকে যে সকলের নজর থাকতে সেটাি স্বাভাবিক।

পিচ কন্ডিশন

ওভালের পি্চ বরাবরই খানিকটা রান সহায়ক হয়ে থাকে। এই ম্যাচেও তেমনটাই হবে বলে মনে করছেন অনেকে। সেইসঙ্গে ওভালের এই মাঠে নানান চমকতও দেখা গিয়েছে বরাবর। বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে যে এই মাঠের বািসগজ যেমন ব্যাটারদের সাহায্য করেছে। তেমনই াবার বোলারদেরও সাহায্য করেছে অনেক। শুরুর দিকে পেসাররা এখানে সাহায্য পেয়ে থাকে। তারপরই ধীরে ধীরে ফোকাস কিন্তু এই মাঠে স্পিনারদের দিকেই যায়।

সম্ভাব্য একাদশ

ভারত

রোহিত শর্মা ( অধিনায়ক ), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, কেএস ভরত ( উইকেটকিপার ), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব।

অস্ট্রেলিয়া

ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রেভেস হেড, অ্যালেক্স ক্যারি ( উইকেটকিপার ), ক্যামেরণ গ্রীণ, প্যাট কামিন্স ( অধিনায়ক), মিচেল স্টার্ক, স্কট বোলান্ড, ন্যাথান লিয়ন।

ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্টে হেড টু হেড

ম্যাচ – ১০৬। ভারত – ৩২। অস্ট্রেলিয়া – ৪৪। ড্র – ২৯। টাই – ১

ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ সম্প্রচার

সময় – দুপুর ৩টে ( ভারতীয় সময়)

টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটও.য়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+হটস্টার