ডাব্লিউপিএল ২০২৩, ফাইনাল: দিল্লি বনাম মুম্বাই, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

ডাব্লিউপিএলের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দুই দল

Harmanpreet Kaur and Meg Lanning
Harmanpreet Kaur and Meg Lanning. (Photo Source: WPL)

২৬শে মার্চ, রবিবার, মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে উইমেন’স প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণের ফাইনালে দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে। লিগ পর্বের শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকায় দিল্লি ক্যাপিটালস সরাসরি ফাইনালে প্রবেশে করেছে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স এলিমিনেটরে ইউপি ওয়্যারিয়র্জকে ৭২ রানে ফাইনালে জায়গা করে নিয়েছে।

চলতি মরসুমে তৃতীয়বারের মতো মুখোমুখি হবে দুই দল। তাদের প্রথম সাক্ষাতে মুম্বাই ইন্ডিয়ান্স আট উইকেটে দিল্লিকে পরাজিত করেছিল। ফিরতি সাক্ষাতে মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দল প্রতিশোধ নিয়েছিল নিখুঁতভাবে এবং ৯ উইকেটে জিতেছিল ১১ ওভার হাতে রেখে।

মুম্বাই ইন্ডিয়ান্সের বোলার ও অলরাউন্ডাররা দুর্দান্ত ফর্মে রয়েছেন। ইসি ওং এলিমিনেটরে টুর্নামেন্টের প্রথম হ্যাট-ট্রিক করেছিলেন এবং ফাইনালে দিল্লির বিরুদ্ধে একই ধরনের পারফর্ম্যান্স পুনরাবৃত্তির লক্ষ্যে থাকবেন। অন্যদিকে, ক্যাপিটালসও দুর্দান্ত ফর্মে রয়েছে এবং দলের অধিনায়ক মেগ ল্যানিং ৩১০ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।

পিচ কন্ডিশন

ব্র্যাবোর্ন স্টেডিয়ামের পিচ টুর্নামেন্টের শুরুর দিকে ব্যাটারদের সহায়তা করলেও বিগত কয়েকটি ম্যাচে স্পিনাররা বোলিং উপভোগ করছেন। এবারের ডাব্লিউপিএলে এখানে খেলা মোট ১০টি ম্যাচের মধ্যে প্রথমে ব্যাট করা দলগুলি চারবার জিতেছে। ফলে প্রথমে বোলিং করার কথা ভাবতে পারেন টসজয়ী অধিনায়ক। প্রথমে ব্যাটিং করা দলকে কম করে ১৬০ রানের স্কোর তোলার লক্ষ্য রাখতে হবে।

উভয় দলের কম্বিনেশন

দিল্লি ক্যাপিটালস

ক্যাপিটালসের একাদশ অত্যন্ত স্থিত এবং গ্রুপ পর্বের শেষে যে একাদশ খেলানো হয়েছিল, সেই দলের থেকে বাদ গেলে যেতে পারেন উইকেটকিপার-ব্যাটার তানিয়া ভাটিয়া। এখনও অবধি ব্যাট হাতে একেবারেই প্রভাব দেখাতে পারেননি তিনি এবং তাঁর জায়গায় দেখা যেতে পারে অপর্ণা মণ্ডলকে।

সম্ভাব্য একাদশ: মেগ ল্যানিং (অধিনায়ক), শাফালি ভার্মা, অ্যালিস ক্যাপ্সি, জেমিমাহ্‌ রড্রিগস, ম্যারিজান কাপ, জেস জোনাসেন, অপর্ণা মণ্ডল (উইকেটকিপার), অরুন্ধতী রেড্ডি, রাধা যাদব, শিখা পান্ডে, পুনম যাদব।

মুম্বাই ইন্ডিয়ান্স

এলিমিনেটরে অসামান্য পারফর্ম করা একাদশে বিশেষ পরিবর্তন করার কথা ভাববে না মুম্বাই। চোট বা অন্য কোনো কারণে কোনো খেলোয়াড়কে বাদ দিতে বাধ্য না হলে হারমানপ্রীত কউরের নেতৃত্বাধীন দল একাদশ একই রাখবে।

সম্ভাব্য একাদশ: ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), হেইলি ম্যাথিউস, ন্যাট সিভার-ব্রান্ট, হারমানপ্রীত কউর (অধিনায়ক), অ্যামেলিয়া কার, আমানজোত কউর, ইসি ওয়ং, পূজা ভাস্ত্রাকার, হুমাইরা কাজী, জিন্তিমানি কালিতা, সাইকা ইশাক।

হেড টু হেড

ম্যাচ – ২| দিল্লি ক্যাপিটালস – ১ | মুম্বাই ইন্ডিয়ান্স – ১

সম্প্রচারের বিবরণ

ম্যাচের কেন্দ্র – ব্র্যাবোর্ন স্টেডিয়াম, মুম্বাই

ম্যাচের সময় – ২৬ মার্চ, ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০

টিভি – স্পোর্টস ১৮

লাইভ স্ট্রিমিং – জিও সিনেমা অ্যাপ