বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২৩: সেরা ৫ ম্যাচ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হবে ৭ থেকে ১১ জুন

৩) শ্রীলঙ্কা বনাম পাকিস্তান, গল (২০২২) – পাকিস্তান জয়ী ৪ উইকেটে

Abdullah Shafique and Babar Azam
Abdullah Shafique and Babar Azam. (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

শ্রীলঙ্কার গলে চতুর্থ ইনিংসে ১০০-র বেশী যে কোনো স্কোর তাড়া করা কঠিন। তবে লক্ষ্য যদি হয় ৩৪৪ রান, সেক্ষেত্রে জেতার জন্য অতিমানবিক কিছু করে দেখাতে হয়। সেই কাজটিই করে দেখিয়েছিলেন পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ্‌ শফিক।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২২২ রানের জবাবে ২১৮ রানে অল আউট হয়ে গিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে দীনেশ চান্ডিমাল (৯৪*), কুসাল মেন্ডিস (৭৬) ও ওশাডা ফার্নান্ডোর (৬৪) হাফ সেঞ্চুরির সৌজন্যে ৩৩৭ রান তুলেছিল শ্রীলঙ্কা এবং জয়ের জন্য তারাই এগিয়েছিল।

তবে চতুর্থ ইনিংসে শফিক ১৬০* রানের অভাবনীয় ইনিংস খেলেন। ৪০৮ মিনিট ধরে চলা তাঁর মহাকাব্যিক ইনিংসের সৌজন্যে গলের মতো স্পিন-সহায়ক পিচে শ্রীলঙ্কার তিন স্পিনারকে মোকাবিলা করে পাকিস্তান ৩৪৩ রান তাড়া করেছিল হাতে ৪ উইকেট রেখে।

Previous
Page 3 / 5
Next