বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২৩: সেরা ৫ ম্যাচ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হবে ৭ থেকে ১১ জুন

৪) পাকিস্তান বনাম ইংল্যান্ড, রাওয়ালপিন্ডি (২০২২) – ইংল্যান্ড জয়ী ৭৪ রানে

Pakistan vs England. (Photo by Matthew Lewis/Getty Images)

টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে প্রথমবারের জন্য ম্যাচের প্রথম দিনে ৫০০ রানের বেশী স্কোর করার নজির গড়া হয়েছিল ২০২২-এর ১লা ডিসেম্বর। মাত্র ৭৫ ওভার সম্ভব হয়েছিল সেই দিনে এবং তার মধ্যেই ইংল্যান্ড ৫০৬/৪ তুলেছিল। জ্যাক ক্রলি (১২২), বেন ডাকেট (১০৭), অলি পোপ (১০৮) ও হ্যারি ব্রুকের (১৫৩) বিধ্বংসী সেঞ্চুরির সৌজন্যে ৬.৫০ রান রেট রেখে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৬৫৭ রান তুলেছিল।

Advertisement
Advertisement

জবাবে পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ্‌ শফিক (১১৪) ও ইমাম-উল-হক (১২১) সেঞ্চুরি হাঁকান এবং পাকিস্তানকে একটি বড় লক্ষ্যের দিকে নিয়ে যান। অধিনায়ক বাবর আজমও ১৩৬ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং পাকিস্তান তাদের প্রথম ইনিংসে তোলে ৫৭৯।

দ্বিতীয় ইনিংসে আরও দ্রুতগতিতে ব্যাটিং করে ৭.৩৬ স্ট্রাইক রেটে ইংল্যান্ড ৩৫.৫ ওভারে ২৬৪/৭ স্কোরে ইনিংস ডিক্লেয়ার করে। অত্যন্ত সাহসী সিদ্ধান্ত ছিল এটি কারণ ৩৪৩ রানের লক্ষ্য তাড়া করার জন্য পাকিস্তানের কাছে ১১০ ওভার ছিল। তবে পিচ পাটা হওয়ায় ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস চেয়েছিলেন তাঁর বোলারদের যতটা বেশী সম্ভব ওভার দিতে।

পঞ্চম দিনে এক পর্যায়ে পাকিস্তানের স্কোর ছিল ১৭৬/৩ এবং মাত্র ১৬৯ রান করতে হত অবশিষ্ট ৫৫ ওভারে। তবে সেখান থেকে স্বাগতিক দলের ব্যাটিং বিভাগে ভাঙন ধরান অলি রবিনসন ও বর্ষীয়ান জেমস অ্যান্ডারসন। দুজনে চারটি করে উইকেট তোলেন এবং ইংল্যান্ডকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। তবে নয় উইকেট পড়ার পরে দশম উইকেটে নাসিম শাহ ও মহম্মদ আলি ৮.৫ ওভার অবধি টিঁকে ছিলেন। নাসিমের প্রতিরোধ শেষ করে করে জ্যাক লিচ দশম উইকেটটি তুলে ইংল্যান্ডকে একটি স্মরণীয় জয় এনে দেন।

Previous
Page 2 / 5
Next