ওমেন্স টি-২০ চ্যালেঞ্জ ২০২২-এর সময় থেকে কোথায় দেখাযাবে, সমস্তকিছু রইল এখানে

Smriti Mandhana
Smriti Mandhana. (Photo Source: IPL/BCCI)

দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছেন এবারই আইপিএলের চলার মাঝেই শেষপর্যন্ত মহিলাদের আইপিএলের ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আইপিএল শেষ হওয়.ার আগেই শুরু হয়ে যাবে ভারতের মাটিতে মহিলাদের আইপিএল| যা নিয়ে এখন থেকেই সরগরম ভারতীয় ক্রিকেটমহল| আগামী ২৩ মে থেকে শুরু হবে ওমেন্স টিটোয়েন্টি চ্যালেঞ্জ| যদিও মহিলাদের প্রথম আইপিএলেই দেখা যাবে না মিতালী রাজের মতো ক্রিকেটারকে|

পুরুষদের আইপিএল এবার ১৫ বছরে পা রেখেছে| বেশকয়েকদিন ধরেই মহিলাদের আইপিএল হওয়া নিয়ে একটা গুঞ্জন শোনাযাচ্ছিল| বহু ভারতীয় মহিলা ক্রিকেটারের মুখেও বারবার শোনা গিয়েছে এই কথা অবশেষে ২০২২ সালেই সেই স্বপ্ন পূরণ হতে চলেছে হরমনপ্রীত কৌরদের | আগামী ২৩ মে থেকে শুরু হতে চলেছে ভারতের মাটিতে মহিলাদের আইপিএল| মহিলাদের আইপিএল ঘিরে এখন থেকেই চড়তে শুরু করেছে পারদ| এখন শুধুই ওমেন্স টি টোয়েন্টি লিগের বল মাঠে গড়ানোর অপেক্ষা|

যদিও পুরুষদের আইপিএলের মতো দশটি দল নেই এই লিগে| প্রথম ওমেন্স টি টোয়েন্টি লিগ শুরু হতে চলেছে তিনটি দলকে নিয়েই| সুপারনোভাস, ট্রেইলব্লেজার্স এবং ভেলোসিটি| এই তিন দল নিয়ে আগামী ২৩ মে থেকে শুরু হতে চলেছে ওমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জ| পুরুষদের আইপিএলের সঙ্গে এই প্রতিযোগিতা নিয়েও বাড়তে শুরু করেছে সকলের আগ্রহ| যদিও এবারের এই প্রতিযোগিতায় দেখা যাবেনা মিতালী রাজে্র মতোঅভিজ্ঞ ভারতীয় ক্রিকেটারকে| ওমেন্স টি টোয়েন্টি লিগের তিন দলের অধিনা.ক হয়েছেন হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মা এবং স্মৃতি মন্ধনা|

প্রতিযোগিতার কথা বেশ কয়েকদিন আগেই জানানো হয়েছে বোর্ডের তরফে| এই লিগ দেখা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নানান প্রশ্ন| কোথায় ম্যাচ হবে, কোন জায়গায় এই ম্যাচ দেখা যাবে সবকিছু নিয়েই ক্রিকেট সমর্থকদের আগ্রহ মাত্রাহীন| এখানে রইল সেই সমস্ত তথ্য, যা সকলে জানতে চায়|

ওমেন্স টি টোয়েন্টি লিগের ভেন্যু

পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামেই হবে ওমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জের প্রতিটি ম্যাচ|

কোথয় দেখা যাবে এবারের ওমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জ

পুরুষদের মতো মহিলাদের ওমেন্স টিটোয়েন্টি চ্যালেঞ্জের সত্বও নিয়েছে স্টার নেটওয়ার্ক|

লাইভ স্ট্রিমিং

ওমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জের লাইভ স্ট্রিমিং দেখাযাবে ডিজনি হটস্টারে

টিকিট

ওমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জে অনলাইনেই পাওয়া যাবে টিকিট| বুক মাই শো-তে পাওয়া যাবে এই প্রতিযোগিতার টিকিট|