মহিলাদের টি-২০ চ্যালেঞ্জ ২০২২: ট্রেইলব্লেজার্স বনাম সুপারনোভাস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

ট্রেইলব্লেজার্সের স্মৃতি মান্ধানা ম্যাচের অন্যতম আকর্ষণ

Smriti Mandhana
Smriti Mandhana. (Photo Source: IPL/BCCI)

ম্যাচ প্রিভিউ

২৩শে মে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ২০২২-এর প্রথম খেলায় ট্রেইলব্লেজার্স নামছে সুপারনোভাসের বিরুদ্ধে। স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন ট্রেলব্লেজার্স শেষ সংস্করণের চ্যাম্পিয়ন। অন্যদিকে সুপারনোভাস আগের সংস্করণ জিতলে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হত। ভারতে হঠাৎ করে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় গত বছর এই টুর্নামেন্ট আয়োজন করা যায়নি।

সুপারনোভাস টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। তারা ২০১৮ এবং ২০১৯ সালে জিতেছে। ভারতের মহিলা টি-২০ অধিনায়ক হরমনপ্রীত কউর দুর্দান্তভাবে নেতৃত্ব দিয়েছেন। উভয় দলেরই একটি তারকা-খচিত লাইন আপ রয়েছে, যার মধ্যে ভারতীয় এবং বিদেশী খেলোয়াড়দের চমৎকার মিশেল  রয়েছে। একটি উত্তেজনাপূর্ণ ম্যাচের আশা করতে পারেন ক্রিকেটপ্রেমীরা। 

পিচ রিপোর্ট

সাধারণত, পুনের এমসিএ স্টেডিয়ামের উইকেট ব্যাটিংয়ের জন্য অনুকূল হয়। তবে সম্প্রতি আইপিএলের অনেক ম্যাচ হওয়ায় পিচ অন্থর হয়ে যাওয়ায় স্পিনাররা সুবিধা পাবেন।

কেমন হতে পারে দুটি দলের গঠন

ট্রেইলব্লেজার্স

অধিনায়ক স্মৃতি মান্ধানার পাশাপাশি জেমাইমা রড্রিগস, রিচা ঘোষের মত তরুণ ভারতীয় প্রতিভাদের দিকে নজর থাকবে। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার হেইলি ম্যাথিউস, বাংলাদেশের অফ-স্পিনার সালমা খাতুন সহ কয়েকজন অভিজ্ঞ বিদেশী খেলোয়াড়ও তাঁদের ছাপ ফেলতে চাইবেন। 

সম্ভাব্য একাদশ: স্মৃতি মান্ধানা (অধিনায়ক), হেইলি ম্যাথিউস, জেমাইমা রড্রিগস, সাব্বিনেনি মেঘনা, রিচা ঘোষ (উইকেটকিপার), সোফিয়া ডাঙ্কলে, শারমিন আক্তার, অরুন্ধতী রেড্ডি, সালমা খাতুন, পুনম যাদব, রাজেশ্বরী গায়কওয়াড়।

সুপারনোভাস

সুপারনোভাতে প্রিয়া পুনিয়া, হারলিন দেওল এবং তানিয়া ভাটিয়াসহ বেশ কিছু দুর্দান্ত ভারতীয় ক্রিকেট প্রতিভা রয়েছেন। হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন দলটিতে ডিয়্যান্ড্রা ডটিন, সোফি একলস্টোন এবং সুনে লাসের মতো কয়েকজন আন্তর্জাতিক তারকা আছেন। 

সম্ভাব্য একাদশ: ডিয়্যান্ড্রা ডটিন, প্রিয়া পুনিয়া, হরমনপ্রীত কউর (অধিনায়ক), সুনে লাস, হারলিন দেওল, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), পূজা বস্ত্রকার, সোফি একলস্টোন, অ্যালানা কিং, মানসী জোশী, মেঘনা সিং। 

মুখোমুখি লড়াই

ম্যাচ – ২ | ট্রেইলব্লেজার্স – ২ | সুপারনোভাস – ২

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায়

টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+হটস্টার