মহিলাদের টি-২০ চ্যালেঞ্জ ২০২২-এর স্কোয়াড ও সময়সূচী

২৩শে মে থেকে ২৮শে মে অবধি টুর্নামেন্টটি আয়োজিত হবে

Women’s T20 Challenge 2022
Women’s T20 Challenge 2022. (Photo Source: IPL/BCCI)

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আসন্ন তিন দলের মহিলাদের টি-২০ চ্যালেঞ্জের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। টুর্নামেন্টটি শেষবার ২০২০ সালে হয়েছিল এবং কোভিড-১৯ বিধিনিষেধের কারণে গত বছর হতে পারেনি। ইভেন্টের চতুর্থ সংস্করণ শুরু হবে ২৩শে মে। তৃতীয় সংস্করণের ফাইনালিস্টদের মধ্যে প্রথম ম্যাচটি আয়োজিত হবে – ট্রেইলব্লেজার্স এবং সুপারনোভাস। ফাইনাল ম্যাচটি ২৮শে মে অনুষ্ঠিত হবে এবং সমস্ত ম্যাচ পুনের এমসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

যদিও হরমনপ্রীত কউর সুপারনোভাসের নেতৃত্বে থাকবেন, ট্রেইলব্লেজার্স আবারও স্মৃতি মান্ধনার নেতৃত্বে থাকবেন। আগের সংস্করণ পর্যন্ত মিতালী রাজ ভেলোসিটির অধিনায়ক ছিলেন, তবে এই সংস্করণে তিনি না থাকায় এবার দলটির নেতৃত্ব দেবেন অলরাউন্ডার দীপ্তি শর্মা। উল্লেখ্য, ঝুলন গোস্বামী ২০২০ সালে চ্যাম্পিয়ন দল ট্রেইলব্লেজার্রসের অংশ ছিলেন। তিনি এইবার থাকছেন না, এ ছাড়া অভিজ্ঞ শিখা পান্ডেও এই বছর কোন দলের অংশ নন।

“ভারতীয় মহিলা ক্রিকেটের সেরারা দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় কিছু তারকাদের সঙ্গে একত্রিত হবে। এই বছরের মহিলাদের টি-২০ চ্যালেঞ্জে মোট বারোজন আন্তর্জাতিক খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করবেন,” বিসিসিআই-এর অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে।

তিনটি দল গঠিত হয়েছে ১৬ জন খেলোয়াড়কে নিয়ে, যাদের নির্বাচন করা হয়েছে সর্বভারতীয় মহিলা নির্বাচন কমিটি দ্বারা। ট্রেইলব্লেজার্স এবং সুপারনোভাস ২৩শে মে মহিলাদের টি-২০ চ্যালেঞ্জের প্রথম ম্যাচ খেলবে। সুপারনোভাস ২৪শে মে ভেলোসিটির সাথে খেলবে, তারপরে ২৬শে মে ট্রেইলব্লেজার্সের মুখোমুখি হবে। টুর্নামেন্টের ফাইনালটি শীর্ষ দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে।

মহিলাদের টি-২০ চ্যালেঞ্জে তিনটি দলের স্কোয়াড

সুপারনোভাস: হরমনপ্রীত কউর (অধিনায়ক), তানিয়া ভাটিয়া (সহ-অধিনায়ক), অ্যালানা কিং*, আয়ুষী সোনি, চান্দু ভি, ডিয়ান্ড্রা ডটিন*, হারলিন দেওল, মেঘনা সিং, মনিকা প্যাটেল, মুসকান মালিক, পূজা বস্ত্রকার, প্রিয়া পুনিয়া, রাশি কানোজিয়া, সোফি একলস্টোন*, সুনে লাস*, মানসী জোশী।

ট্রেইলব্লেজার্স: স্মৃতি মান্ধানা (অধিনায়ক), পুনম যাদব (সহ-অধিনায়ক), অরুন্ধতী রেড্ডি, হেইলি ম্যাথিউস*, জেমাইমা রড্রিগস, প্রিয়াঙ্কা প্রিয়দর্শিনী, রাজেশ্বরী গায়কওয়াড়, রেণুকা সিং, রিচা ঘোষ, এস মেঘনা, সাইকা ইশাক, সালমা খাতুন*, শারমিন আখতার*, সোফিয়া ব্রাউন*, সুজাতা মল্লিক, এস বি পোখারকার।

ভেলোসিটি: দীপ্তি শর্মা (অধিনায়ক), স্নেহ রানা (সহ-অধিনায়ক), শাফালি ভার্মা, আয়াবোঙ্গা খাকা*, কেপি নাভগিরে, ক্যাথরিন ক্রস*, কীরথি জেমস, লরা উলভার্ড*, মায়া সোনাওয়ানে, নাত্থাকান চান্থাম*, রাধা যাদব, আরতি কেদার, শিবালী শিন্ডে, সিমরান বাহাদুর, ইয়াস্তিকা ভাটিয়া, প্রণবী চন্দ্র। 

*: বিদেশী খেলোয়াড়

সময়সূচী

২৩শে মে: ট্রেইলব্লেজার্স বনাম সুপারনোভাস – সন্ধ্যা ৭:৩০ 

২৪শে মে: সুপারনোভাস বনাম ভেলোসিটি – দুপুর ৩:৩০

২৬শে মে: ভেলোসিটি বনাম ট্রেইলব্লেজার্স – সন্ধ্যা ৭:৩০

২৮শে মে: ফাইনাল – সন্ধ্যা ৭:৩০