মহিলাদের এশিয়া কাপ, ২০২২, ফাইনাল: ভারত বনাম শ্রীলঙ্কা, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

হেড-টু-হেড লড়াইয়ে এগিয়ে ভারত

INDIA WOMENS TEAM
India Women’s Team. (Image Source: Twitter/BCCI)

মহিলাদের এশিয়া কাপ ২০২২-এর সেমি-ফাইনালে যে চারটি দল পৌঁছেছিল তার মধ্যে ভারত ও শ্রীলঙ্কা মেগা ইভেন্টের ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করেছে। প্রথম সেমি-ফাইনালে ভারত থাইল্যান্ডের বিরুদ্ধে ৭৪ রানের বিশাল ব্যবধানে জিতেছিল। অন্যদিকে, দ্বিতীয় সেমি-ফাইনালে পাকিস্তান ও শ্রীলঙ্কা একটি হাড্ডাহাড্ডি ম্যাচে জড়িত ছিল এবং শেষ বল অবধি অপেক্ষা করতে হয়েছিল ম্যাচের জয়ী নির্ধারণের জন্য। আচিনি কুলাসুরিয়া শেষ ওভারে মাত্র ৭ রান দিয়ে শ্রীলঙ্কাকে ১ রানে ম্যাচ জিততে সাহায্য করেছিল।

ভারত টানা অষ্টমবারের মতো মহিলাদের এশিয়া কাপের ফাইনালে প্রবেশ করেছে। এখনও অবধি আয়োজিত সব কটি মহাদেশীয় ইভেন্টের ফাইনালেই খেলেছে ভারতীয় মহিলা দল। আসন্ন ফাইনালে, উইমেন ইন ব্লু সপ্তমবারের জন্য এশিয়া কাপ জয়ের লক্ষ্যে নামবে এবং অন্যদিকে শ্রীলঙ্কা তাদের প্রথম এশিয়া কাপ শিরোপার দিকে নজর রাখবে।

পিচ রিপোর্ট

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ পুরো টুর্নামেন্ট জুড়েই স্পিনারদের সহায়তা করেছে। টস জয়ী অধিনায়ক প্রথমে ব্যাট করার কথা ভাববেন কারণ ম্যাচ যত এগোবে পিচ ততই মন্থর হতে থাকবে। ১৪০-এর কাছাকাছি স্কোর ম্যাচ জেতার জন্য যথেষ্ট হতে পারে।

উভয় দলের কম্বিনেশন

ভারত

ভারতীয় দল আগের ম্যাচে দুর্দান্ত বোলিং পারফর্ম্যান্স করলেও ব্যাট হাতে ডেথ ওভারে খুব বেশী রান করতে পারেনি। রাধা যাদবের ফর্ম দুশ্চিন্তাজনক, তাই তাঁকে বাদ দিয়ে ব্যাটিং অতিরিক্ত শক্তিশালী করার জন্য সাব্বিনেনি মেঘনাকে একাদশে ফেরানো হতে পারে।

সম্ভাব্য একাদশ: শাফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, জেমাইমা রড্রিগস, হরমনপ্রীত কউর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপার), পূজা ভাস্ত্রাকার, সাব্বিনেনি মেঘনা, দীপ্তি শর্মা, স্নেহ রানা, রেণুকা সিং, রাজেশ্বরী গায়কওয়াড়।

শ্রীলঙ্কা

পাকিস্তানের বিরুদ্ধে জয়ো কম্বিনেশন বদলানোর কথা ভাববে না শ্রীলঙ্কা। আগের ম্যাচে অনুষ্কা সঞ্জীবনীকে দিয়ে ওপেনিং করানো হলেও আসন্ন ম্যাচে হর্ষিতা সামারাবিক্রমা ওপেনার হিসাবে খেলতে পারেন অধিনায়ক চামারি আথাপাত্থুর সঙ্গে।

সম্ভাব্য একাদশ: চামারি আথাপাত্থু (অধিনায়ক), অনুষ্কা সঞ্জীবনী (উইকেটকিপার), হর্ষিতা সামারাবিক্রমা, হাসিনি পেরেরা, নীলাক্ষী ডি সিলভা, কবিশা দিলহারি, মালশা শেহানি, ওশাদি রণসিংহে, সুগান্দিকা কুমারী, ইনোকা রানাউইরা, আচিনি কুলাসুরিয়া।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা হেড-টু-হেড

ম্যাচ – ২৩ | ভারত – ১৭ | শ্রীলঙ্কা – ৪ | অমীমাংসিত – ২

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ১৫ই অক্টোবর, ভারতীয় সময় দুপুর ১:০০

টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার