স্কটল্যান্ড ম্যাচে কি অশ্বিন-বরুণ স্পিন অ্যাটাক দেখা যাবে ?

Ravichandran Ashwin and Varun Chakaravarthy. (Photo Source: Getty Images)

রবিচন্দন অশ্বিনকে দলে নিয়ে কেন খেলানো হচ্ছে না? কেন প্রথম একাদশে নেই বরিচন্দন অশ্বিন ? এই প্রশ্নে তোলপাড় ছিল ক্রিকেট মহল। এবিষয়ে গাভাসকার বলেছিলেন, ‘‘অশ্বিন বিশ্বের অন্যতম সেরা বোলার। বাঁ-হাতি, ডান হাতি দু’ধরনের ব্যাটারের বিরুদ্ধেই সমান কার্যকরী। আফগানিস্তানের স্পিন আক্রমণে বৈচিত্র্য অনেক বেশি। মুজিব উর রহমান না খেলতে পারলেও ওদের স্পিনারের অভাব নেই। ভারতকে সেটা ভাবতে হবে।’’ গাভাসকারের সংযোজন ছিলো, ‘‘বরুণকে খেলতে ওদের বিশেষ সমস্যা হবে বলে মনে হয় না। তাই অশ্বিনকে খুব দরকার। আর যদি দল এমন কোনও স্পিনারকে চায় যে হাওয়ায় ধীরে বল করে তা হলে রাহুল চহারের কথা ভাবতে পারে।’’

Advertisement
Advertisement

অবশ্য আফগানিস্তান ম্যাচে দেখা যায় প্রথম একাদশে রয়েছেন অশ্বিন। আর মাঠে নেমেই দুরন্ত ফর্মে বোলিং করেছেন বরিচন্দন অশ্বিন। আর তারপরই অশ্বিন এবং বরুণ চক্রবর্তীকে একসঙ্গে বিপক্ষ টিমকে অ্যাটাক করার ছবি দেখতে চায় অনেকেই। কিন্তু তা আদৌ সম্ভব কি না সেটা একটু পরে স্কটল্যান্ড ম্যাচের প্রথম একাদশ দেখলেই বোঝা যাবে।

তবে ম্যাচ শুরুর আগে ভারতীয় দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে একবার দেখে নেওয়া যাক – আফগানিস্তান ম্যাচে দুই ওপেনারই নিজেদের প্রতিবার প্রতি সুবিচার করেছে। তাই ওপেনে রোহিত শর্মা এবং লোকেশ রাহুলই থাকবেন। তিনে অধিনায়ক বিরাট কোহলি মাঠে নামবে বলে ধরে নেওয়া যায়। চারে নামতে পারে সূর্উযকুমার যাদব। উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থই থাকবেন। তবে শার্দুলের জায়গায় দলে আসতে পারেন ভূবনেশ্বর কুমার। জাদেজা থাকবেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের ব্যর্থতার মধ্যে তিনি সর্বোচ্চ অপরাজিত ২৬ রান করেছিলেন। তা ছাড়া দলে আর কোনও বাঁহাতি স্পিনার নেই। তাই রবীন্দ্র জাদেজা থাকবেনই। যশপ্রীত বুমরার সঙ্গে শামি থাকবেন। রবিচন্দ্ন অশ্বিন আসায় দলের স্পিন অ্যাটাক অনেক ধারাল হয়েছে।