“কেন বিরাট কোহলিকে আবার টেস্ট অধিনায়কত্ব দেওয়া হল না?” – ভারতীয় দলের অধিনায়ক পদ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন এমএসকে প্রসাদ
আপডেট করা - Jul 10, 2023 6:42 pm
ভারতের প্রাক্তন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ টেস্ট অধিনায়কের ভূমিকার জন্য বিরাট কোহলিকে আবার বিবেচনা করা হয়নি কেন সেই ব্যাপারে নির্বাচকদের প্রশ্ন করেছেন। ২০২২ সালের জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ হারার পর বিরাট কোহলি ভারতের টেস্ট অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেছিলেন। এর আগে তিনি টি-২০ ক্রিকেটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। তারপর তাকে ওডিআই ক্রিকেটের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে রোহিত শর্মার কাঁধে তিনটি ফরম্যাটে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব রয়েছে।
হার্দিক পান্ডিয়া ভবিষ্যতে সাদা বলের ক্রিকেটে ভারতের অধিনায়ক হবেন কিনা এবং রোহিত শর্মা টেস্ট দলের নেতৃত্বে থাকবেন কিনা সেই ব্যাপারে এমএসকে প্রসাদকে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি এই ব্যাপারে স্পষ্টভাবে কোনও উত্তর দেননি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া। এছাড়াও ওডিআই সিরিজে তাকে সহ-অধিনায়কের ভূমিকায় দেখা যাবে।
খেল নাও-এর সাথে একটি সাক্ষাৎকারের সময় এমএসকে প্রসাদ বলেন, “আমি জানি না আমি এই প্রশ্নের উত্তর দিতে পারব কিনা। নির্বাচকদের মানসিকতা আমি জানি না। সাধারণত নির্বাচকদের মানসিকতা এখন ডব্লুটিসির চক্রের সাথে থাকা উচিত, এটি একটি পরিষ্কার চক্র হওয়া উচিত, মানসিকতাটি এমনই হওয়া উচিত।”
“অজিঙ্কা রাহানে যখন ফিরে এসে সহ-অধিনায়ক হতে পারেন, তাহলে বিরাট কোহলি কেন পারেন না?” – এমএসকে প্রসাদ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে ভালো পারফরম্যান্সের প্রদর্শন করার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালের জন্য দলে সুযোগ পেয়েছিলেন অজিঙ্কা রাহানে। সেখানে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে সুযোগ দেওয়ার পাশাপাশি সহ-অধিনায়কও করা হয়েছে। এমএসকে প্রসাদ অজিঙ্কা রাহানের দলে ফিরে এসে সহ-অধিনায়ক হওয়ার উদাহরণটি টেনে বিরাটকে কেন আবার অধিনায়ক করা যাবে না সেই নিয়ে প্রশ্ন তুলেছেন।
এমএসকে প্রসাদ বলেন, “কেন বিরাট কোহলি নন? অজিঙ্কা রাহানে যখন ফিরে এসে সহ-অধিনায়ক হতে পারেন, তাহলে বিরাট কোহলি কেন পারেন না? অধিনায়কত্ব নিয়ে বিরাটের মানসিকতা কি, আমি জানি না। যদি নির্বাচকরা রোহিতের বাইরে চিন্তা করেন, আমি জানি না তারা ভাবছেন কিনা তবে তারা যদি রোহিতের বাইরে চিন্তা করেন, তবে আমি মনে করি বিরাটও একটি বিকল্প হতে পারেন।”