প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ার পর অজিত আগরকরের বেতন কত?

Ajit Agarkar
Ajit Agarkar. (Photo Source: Instagram)

কয়েকদিন আগেই ভারতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন অজিত আগরকর। গত দুবার তিনি প্রতিযোগিতায় থাকলেও শেষপর্যন্ত প্রধান নির্বাচকের দায়িত্ব পাননি তিনি। এবার অবশ্য শুরু থেকেই এগিয়েছিলেন ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার। শেষপর্যন্ত তাঁকে নিয়ে চলা  জল্পনাই সত্যি হল। এবার ভারতীয় দলের প্রধান নির্বাচকের আসনে বসেছেন তিনি। সেই থেকেই অজিত আগরকরের বার্ষিক বেতন নিয়েও একটা জল্পনা আরম্ভ হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে অতীতের  নির্বাচকদের থেকে নাকি অনেকটাই বেশী বেতন পেতে চলেছেন ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার।

চেতন শর্মা ভারতীয় দলের প্রদািন নির্বাচকের পদ ছেড়ে দেওয়ার পর থেকেই সেই জায়গায় কে আসবেন তা নিয়ে একটা জল্পনা চলছিল। এরইমাঝে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশির হয়ে গিয়েছে। সামনেই রয়েছে এবার ওডিআই বিশ্বকাপের আসর। সেখানেই ভারতীয় দলের প্রধান নির্বাচকের পদে কে বসবেন তা নিয়েই নানান জল্পনা চলছিল। সেখানে অজিত আগরকের নামনই ছিল সকলের আগে। সেই মতো তিনিই হয়েছেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক।  সেইসঙ্গেই শুরু হয়েছে তাঁর বেতন নিয়েও নানান কথাবার্তা।

চেতন শর্মার পরবর্তীতে ভারতীয় দলের প্রধান নির্বাচক হয়েছেন অজিত আগরকর

নতুন দায়িত্বের সঙ্গে বেতনও নাকি এনেকটাই বেড়েছে অজিত আগরকরের। এর আগে বোর্ডের প্রধান  নির্বাচক পেতেন ১ কোটি টাকরা বার্ষিক এবং অন্যান্য নির্বাচকরা বার্ষিক পেতেন ৯০ লক্ষ টাকা। কিন্তু এবার অজিত আগরকর ছিলেন দিল্লি ক্যাপিটালস শিবিরের সদস্য। সেখানে যে তাঁর প্রাপ্ত আর্থিক পরিমাম অনেকটাই বেশী ছিল তা বলার অপেক্ষা রাখে না।  শোনাযাচ্ছে অজিত আগরকরকে নিয়োগ করার সঙ্গে সঙ্গে প্রধান নির্বাচকের বেতনের অঙ্কও নাকি অনেকটা বাড়িয়ে দিয়েছে বিসিসিআই। ১ কোটির পরিবর্তে নতুন প্রধান নির্বাচক নাকি এবার পাবেন বার্ষিক ৩ কোটি টাকা।

এর আগেও দুবার নির্বাচক হওয়ার জন্য আবেদন করেছিলেন অজিত আগরকর। সেখানেও ভারতীয় দলের প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে সবাইকে পিছনে ফেলে এগিয়েছিলেন  অজিত আগরকর। কিন্তু প্রতিবারই সেই জায়গা থেকে নিজের নাম তুলে নিয়েছেন তিনি।  কিন্তু এবার সেই অজিত আগরকেই প্রধান নির্বাচকের হট সিটে বসিয়েছেন বিসিসিআই কর্তারা। তাঁর সঙ্গে এই দৌড়ে অবশ্য ছিলেন রবি শাস্ত্রী ও ভারতীয় দলের অন্যতম প্রাক্তন তারকা ক্রিকেটার দীলিপ ভেঙ্গসরকারও। কিন্তু তাদেরকে পিছনে ফেলে দিয়েছিলেন অজিত আগরকর।

ভারতীয় দলের হয়ে ২৬টি টেস্ট ম্যাচে ৫৮টি উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ১০৯ রান রয়েছে অজিত আগরকরের। একদিনের ক্রিকেটে ২৮৮ টি উইকেট রয়েছে অজিত আগরকরের। একইসঙ্গে টি টোয়েন্টি ফর্ম্যাটেও ভারতীয় দলের হয়ে  ৪ ম্যাচে ৩ উইকেট রয়েছে অজিত আগরকরের।