ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত: তৃতীয় টি-২০, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

ভারতের ব্যাটিং বিভাগে বেশ কিছু পরিবর্তন হতে পারে

Arshdeep Singh
Arshdeep Singh. (Photo by David Rogers/Getty Images)

বাসটেরের ওয়ার্নার পার্কে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দ্বিতীয় টি-২০ ৫ উইকেটে জিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সমতা ফেরানোর পর চব্বিশ ঘণ্টার কম সময়ে একই কেন্দ্রে ২রা অগাস্ট, মঙ্গলবার তৃতীয় টি-২০তে ভারতের মুখোমুখি হবে। সিরিজের প্রথম ম্যাচে ৬৮ রানের লজ্জাজনক পরাজয়ের পরে স্বাগতিকরা দ্বিতীয় ম্যাচে আধিপত্য বিস্তার করে জয় পেয়েছে।

সমতায় থাকা সিরিজের তৃতীয় ম্যাচে জিতে এগিয়ে যাওয়ার সুযোগ কোন দলই ছাড়বে না। বাঁ-হাতি পেসার ওবেদ ম্যাককয়ের অসাধারণ স্পেলে ভারতীয় ব্যাটাররা নাস্তানাবুদ হওয়ার পরে আসন্ন ম্যাচে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবে। ভারতকে এটাও মাথায় রাখতে হবে ম্যাককয়ের ৬/১৭ বোলিং পরিসংখ্যান তাদের বিরুদ্ধে টি-২০তে প্রথম কোন বোলারের ৫ বা তার বেশী উইকেট নেওয়ার নিদর্শন।

এদিকে, তরুণ আভেশ খান শেষ ওভারে নো-বল করে ভারতের জয়ের আশায় জল ঢেলে দেন। তিনি ২.২ ওভারে ৩১ রান দেন এবং এই ম্যাচেও হর্ষল প্যাটেলের খেলার সম্ভাবনা থাকায় আভেশের বাদ পড়ার সম্ভাবনা কম, ফলে তিনি চাইবেন ব্যর্থতা ঝেড়ে ফেলে একটি বলিষ্ঠ প্রত্যাবর্তন করতে। ব্যাটিং বিপর্যয়ের পর ভারতীয় বাটাররা তাঁদের আগ্রাসী ব্যাটিং জারি রাখেন কি না সেই দিকে নজর থাকবে।

পিচ রিপোর্ট

বাসটেরের ওয়ার্নার পার্কের পিচ ব্যাটিং-সহায়ক নয়। পিচের মন্থরতার কারণে প্রথম থেকেই বড় শট খেলার সুযোগ পাওয়া যায় না। একবার সেট হয়ে গেলে বড় ইনিংস খেলে আসার চেষ্টা করতে হবে ব্যাটারদের। বোলারদের আধিপত্য থাকবে ম্যাচে। প্রথমে ব্যাট করা দল ১৫০-এর বেশী স্কোর করলে সুবিধাজনক জায়গায় থাকবে।

কোন দলের কেমন কম্বিনেশন

ওয়েস্ট ইন্ডিজ

প্রথম ম্যাচে ব্যাটিং, বোলিং দুই বিভাগেই চরম ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ম্যাচে অনবদ্য প্রত্যাবর্তন করেছে ভারতীয় দল। শামার ব্রুক্সের পরিবর্তে ব্র্যান্ডন কিংকে দলে অন্তর্ভুক্ত করা মাস্টারস্ট্রোক হিসেবে প্রতিপন্ন হয়েছে। বিপক্ষকে ১৩৮ রানে সীমাবদ্ধ করলেও ওডিয়ান স্মিথ তাঁর চার ওভারে ৪৩ রান দিয়েছেন, যা নিয়ে টিম ম্যানেজমেন্ট চিন্তায় থাকবে। পরপর দুটি ম্যাচ খেলার ধকলের কথা মাথায় রেখে বোলিং বিভাগে কিছু পরিবর্তন আশা করা যেতে পারে।

সম্ভাব্য একাদশ: ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেটকিপার), রভম্যান পাওয়েল, শিমরন হেটমায়ার, ডেভন টমাস, জেসন হোল্ডার, আকিল হোসেইন, রোমারিও শেফার্ড, ডমিনিক ড্রেকস, ওবেদ ম্যাককয়।

ভারত

শ্রেয়াস আইয়ারের ধারাবাহিক ব্যর্থতার কথা বিবেচনা করে ভারতীয় দল ব্যাটিং লাইন-আপে পরিবর্তন করার কথা ভাববে। সেক্ষেত্রে ঈশান কিষাণ বা দীপক হুডার মতো কাউকে সুযোগ দেওয়া হতে পারে। হর্ষল প্যাটেলের পক্ষে চতুর্থ ম্যাচের আগে ফিট হওয়া সম্ভব নয়, ফলে তিনি পেস বোলিং বিভাগে খুব বেশী পরিবর্তন হবে না। স্পিন বোলিংয়ের ক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে অক্ষর প্যাটেল খেলতে পারেন।

সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), দীপক হুডা, সঞ্জু স্যামসন , হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং।

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত হেড-টু-হেড

ম্যাচ – ২২ | ওয়েস্ট ইন্ডিজ – ৭ | ভারত – ১৪ | অমীমাংসিত – ১

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৯:৩০

টিভি – ডিডি স্পোর্টস

লাইভ স্ট্রিমিং – ফ্যানকোড অ্যাপ