ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ টি-২০ সিরিজ: স্কোয়াড, সূচী এবং যাবতীয় বিবরণ

তুলনামূলক দুর্বল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তামিম, মুশফিকহীন বাংলাদেশ

Bangladesh vs West Indies
 West Indies vs Bangladesh. (Photo by INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)

২০২২-এর ফেব্রুয়ারিতে শেষবার আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের মাটিতে খেলা সেই তিন ম্যাচের সিরিজে প্রতিপক্ষ ভারতের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হেরেছিল। যদিও তিন ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি করে নিকোলাস পুরান উল্লেখযোগ্য ছাপ রেখেছিলেন। সেই সিরিজে পুরান ১৮৪ রান করেন ১৪০-এর বেশী স্ট্রাইক রেটে এবং আসন্ন সিরিজেও সেই ছন্দ বজায় রাখতে চাইবেন। সেই সিরিজের সেরা বোলার রস্টন চেজ বিস্ময়করভাবে বাংলাদেশের বিপক্ষে সুযোগ পাননি।

অন্যদিকে, বাংলাদেশ ২০২২-এর মার্চে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে ২ ম্য্যাচের টি-২০ সিরিজে ১-১ ড্র করার পর আর সংক্ষিপ্ততম ফর্ম্যাটে খেলেনি। তার আগে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হেরেছিল। ফলে টি-২০ ফর্ম্যাটে দলের খারাপ সময় কাটানোর জন্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দিকে তাকিয়ে থাকবে টাইগাররা। টি-২০ বোলার র‍্যাঙ্কিংয়ে দশম স্থানে থাকা নাসুম আহমেদের দিকে নজর থাকবে। সাড়ে ছয় বছর পর টি-২০ দলে ফেরা আনামুল হক বিজয় তাঁর প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে চাইবেন। ২০১৮-র শেষ ক্যারিনিয়ান সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের লডারহিলে আয়োজিত দুই ম্যাচের টি-২০ সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতেছিল।

দুই দলের স্কোয়াড

বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ানো আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, শিমরন হেটমায়ার, এভিন লিউইসের মতো ওয়েস্ট ইন্ডিজের তারকা খেলোয়াড়রা এই সিরিজের অংশ হচ্ছেন না। কাইরন পোলার্ড নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর এই প্রথম পূর্ণ সময়ের টি-২০ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নিকোলাস পুরান। দেড় বছরেরও বেশী সময় পর দলে ফেরানো হয়েছে অলরাউন্ডার কিমো পলকে।

ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড: নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামার ব্রুক্স, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাককয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিয়ান স্মিথ, ডেভন টমাস, হেডেন ওয়ালস জুনিয়র; ডমিনিক ড্রেকস (রিজার্ভ)।

বাংলাদেশ টি-২০তে তাদের প্রধান খেলোয়াড়দের এই সিরিজে পাচ্ছে। যদিও মুশফিকুর রহিম ব্যক্তিগত কারণে এই সফরের কোন সিরিজেই থাকছেন না। এ ছাড়া মহম্মদ সইফউদ্দিন চোটের কারণে দলে নেই। অভিজ্ঞদের মধ্যে তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ নির্বাচিত হননি। তামিম ইকবালের টি-২০ ভবিষ্যত নিয়ে তাঁর ও বোর্ডের মধ্যে টানাপোড়েন চলায় বলা যাচ্ছে না তিনি কবে টি-২০ দলে ফিরবেন।

বাংলাদেশের স্কোয়াড: মাহমুদউল্লাহ্‌ (অধিনায়ক), মুনিম শাহরিয়র, লিটন দাস, আনামুল হক বিজয়, শাকিব আল হাসান, আফিফ হোসেইন, মোসাদ্দেক হোসেইন, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি, মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, নাসুম আহমেদ।

সিরিজের সূচী

তারিখ ম্যাচ কেন্দ্র সময় (স্থানীয়) সময় (বাংলাদেশ)
জুলাই ২ প্রথম টি-২০ উইন্ডসর পার্ক, ডমিনিকা দুপুর ১:৩০ রাত ১১:৩০
জুলাই ৩ দ্বিতীয় টি-২০ উইন্ডসর পার্ক, ডমিনিকা দুপুর ১:৩০ রাত ১১:৩০
জুলাই ৭ তৃতীয় টি-২০ প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানা দুপুর ১:৩০ রাত ১১:৩০