আয়ারল্যান্ড বনাম ভারত প্রথম টি টোয়েন্টি ম্যাচে বৃষ্টির পূর্বাভাস

India vs South Africa
India vs South Africa. (Photo Source: BCCI)

দক্ষিণ আফ্রিকা সিরিজের ফলাফল শেষপর্যন্ত হয়নি। বেঙ্গালুরুতে সিরিজ নির্ণায়ক ম্যাচে ছিল বৃষ্টির ভ্রুকুটি। ম্যাচ শুরু করা গেলেও, কয়েক ওভার হওয়ার পরই ফের মুষলধারে নেমেছিল বৃ্ষ্টি। আর তাতেই  ভরত বনাম দক্ষিণ আফ্রিকা শেষ টি টোয়েন্টি ম্যাচ ভেস্তে গিয়েছিল। ২-২ ফলাফলেই শেষপর্যন্ত সিরিজ শেষ হয়েছিল। এবার আয়ারল্যা্ন্ডের বিরুদ্ধে নামার পালা ভারতের। কিন্তু সেখানেও কী সেই বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ম্যাচের সময় বৃষ্টি হতেই পারে।

টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে সব মিলিয়ে প্রায় ১৫টি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। যারমদ্যে রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই দুই টি টোয়েন্টি ম্যাচও। রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়েই ফের ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে হার্দিক পান্ডিয়ার। সেখানেই নিজের পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। এরপরই হার্দিক পান্ডিয়ার ওপর উঠেছে আরেক গুরু দায়িত্ব।

আয়ারল্যান্ড সিরিজে তাঁকেই ভারতীয় দলের অধিনায়ক হিসাবে বেছে নিয়েছেন নির্বাচকরকা। যেভাবে গুজরাত টাইটা্ন্সের অধিনায়ক হিসাবে সাফল্য পেয়েছেন তিনি, তা দেখার পর ঋষভ পন্থের অনুপস্থিতিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাঁকেই অধিনায়কের দায়িত্ব দিয়েছে ভারতীয় দলের নির্বাচকরা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দলের বেশীরভাগ তারকা ক্রিকেটারদেরই রাখা হয়নি। হার্দিকের নেতৃত্বে এই ভারতীয় দলে এবার তারুণ্ের আধিক্য। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ। পরীক্ষা নীরিক্ষার কাজটা যে এখান থেকেই শুরু হতে চলেছে তা বেশ স্পষ্ট।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হতে পারে বেশকিছু তরুণ ক্রিকেটারদের

কিন্তু সেই সিরিজ শুরুর আগেই ডাবলিনের আবহাওয়ার পূর্বাভাস কিন্তু একটু হলেও চিন্তায় রাখবে ভারতীয় দলকে। শোনাযাচ্ছে ম্যাচের দিনও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখানে। আর তাতেই হয়ত খানিকটা হলে চিন্তার ভাঁজ পড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে।ওয়েদার ডট কমের রিপোর্ট অনুযায়ী যেখানে ম্যাচ হবে সেই ডাবলিনে ৭১ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাটা দিনই মেঘলা থাকারও পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। ডাবলিনে এদিন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রী সেলসিয়াস। কিন্তু হঠাত্ বৃষ্টির পূর্বাভাস চিন্তাটা খানিকটা হলেও বাড়িয়ে দিচ্ছে।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামার আগেই নতুন ক্রিকেটারদের যে এই সিরিজে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে, তা র ইঙ্গিত আগেই দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। উমরান মালিক, অর্শদীপ সিং এবং রাহুল ত্রিপাঠিদের দেশের জার্সিতে মাঠে নামার অপেক্ষার অবসান হতে পারে এই সিরিজে। একইসঙ্গে ঋষভ পন্থের অনুপস্থিতিতে এই সিরিজে প্রথম উইকেটকিপার হিসাবে দেখা যেতে পারে দীনেশ কার্তিককে।

চোট সারিয়ে আয়ারল্যান্ড সফরেই ফিরেছেন সূর্যকুমার যাদব। একইসঙ্গে এই দলে রয়েছেন সঞ্জু স্যামসনও। ভারতীয় দলের মিডল অর্ডারের বেশকিছু অপশন এই সিরিজ থেকেই দেখে নিতে পারেন নির্বাচক সহ টিম ম্যানেজমেন্ট। মঞ্চ প্রস্তুত রয়েছে, কিন্তু সেখানে বৃষ্টি যদি বাধ সাধে, তবে যে অনেক হিসাবই বদলে যাবে তা বলাই বাহুল্য।