জোহানেসবার্গে জয়ের সঙ্গে স্লো ওভাররেট নিয়েও সতর্ক রাহুল দ্রাবিড়

Rahul Dravid
Rahul Dravid. (Photo by Pankaj Nangia/Getty Images)

জোহানেসবার্গে নামার আগে একটা নয় তিনটে চ্যালেঞ্জ ভারতীয় দলের সামনে। ইতিহাস গড়ার পাশাপাশি সেইদিকেও এখন লক্ষ্য ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের। কষ্ট করে পাওয়া পয়েন্ট যাতে না খোয়ায় জোহানেসবার্গে নামার আগে ক্রিকেটারদের বাড়তি সতর্ক করছেন দ্রাবিড়। ঘরের মাঠে প্রোটিয়াদের হারানো, সেইসঙ্গে বৃষ্টি এার যোগ হয়েছে পয়েন্ট। স্লো ওভাররেটে পয়েন্ট হারানোটাও আটকাতে চান মিস্টার ডিপেন্ডেবলস।

প্রথম ম্যাচে দক্ষিণআফ্রিকার বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে ভারত। ১১৩ রানে প্রোটিয়াদের হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু সেই জয়ের মাঝেও রয়ে গিয়েছে একটা আফসোস। যেটা চেয়েও ভুলতে পারছেন না ভারতীয় দলের কোচ সহ বাকি ক্রিকেটাররা। কষ্ট করে ১২ পয়েন্ট পেলেও, স্লো ওভাররেটের জন্য খোয়া গিয়েছে এক পয়েন্ট। সেইসঙ্গে ২০ শতাংশ ম্যাচ ফিও কাটা গিয়েছে ক্রিকেটারদের। সাংবাদিক সম্মেলনে এসে এই বিষয় উঠতেই দ্রাবিড়ের গলা থেকে উঠে এল একরাশ হতাশা।

জোহানেসবার্গে জিতলেই দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস সৃষ্টি করবে ভারতীয় দল। তাতে সম্মান অবশ্যই বাড়বে। কিন্তু স্লো ওভাররেটের জন্য যদি ফের পয়েন্ট কাটা যায়, তবে ফাইনালের পথ খানিকটা হলেও কঠিন হয়ে যাবে। প্রথম ম্যাচে স্লো ওভাররেটের জন্য এক পয়েন্ট খোয়া গিয়েছে। এই ম্যাচ থেকেই সেই ভুল শুধরে নিতে চাইছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে রাহুল দ্রাবিড়েরও সেই দিকেই বাড়তি নজর। আইসিসি এখন সব ম্যাচেই গতি বাড়ানোর দিকে নজর দিচ্ছে। দ্রাবিড়ও সেইমতোই দলকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন।

দ্রাবিড় জানান, ‘এটা সত্যিই খুব হতাশাজনক। দলের সকলেই দুরন্ত পারফরম্যান্স করেছেন প্রথম ম্যাচে। পয়েন্টও পেয়েছি আমরা। কিন্তু স্লো ওভাররেটের জন্য এক পয়েন্ট খোয়া গিয়েছে। আইসিসি এখন সব ফর্ম্যাটেই গতি বাড়াতে চাইছে। তাই এমন নিয়ম। সবার ক্ষেত্রেই এই একই নিয়ম রয়েছে। জোহানেসবার্গে নামার আগে এই দিকেও নজর রয়েছে আমাদের’।

টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই প্রথমভার স্লো ওভাররেটের জন্য পয়েন্ট খোয়া গিয়েছে ভারতের। তাই এখন থেকেই সতর্ক ভারতীয় শিবির। জোহানেসবার্গে যাতে সেই একই ভুল না হয় সেদিকে নজর রয়েছে সকলেরই। এত পরিশ্রমের পর যদি  সামান্য কিছু পয়েন্ট খোয়া যাওয়ার জন্য ফাইনাল হাতছাড়া হয়, তবে দ্রাবিড় তো বটেই গোটা দলেরই আফসোসের সীমা থাকবে না। তাই এখন থেকেই সতর্ক হয়ে নামছে টিম ইন্ডিয়া।