“টেস্টে সাফল্য পেতে গেলে প্রতিটি বিভাগেই আরও উন্নতি করতে হবে” – সাকিব আল হাসান

Shakib Al Hasan. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্টে জিতে সিরিজে মান বাঁচানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু শেষ টেস্টেও লজ্জার হার হয়েছে বাংলাদেশের। দশ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের কাছে শেষ টেস্টে হেরে গিয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে সিরিজও ২-০-এ হেরে গিয়েছে বাংলাদেশ। এরপরই মুখ খুলতে বাধ্য হয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। টেস্ট ক্রিকেটে তাদের পারফরম্যান্স আরও ভাল করতে হলে যে বেশকিছু জায়গায় উন্নতি করতে হবে সেই কথা সিরিজ হারের পর স্বীকার করে নিলেন সাকিব আল হাসান।

Advertisement
Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচ হারের পরই দলের ক্রিকেটারদের বিরুদ্ধে বার্তা দিয়েছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় টেস্টেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়েছেন তারাষ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে চতুর্থ দিনেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়েছে বাংলাদেশ। ফের একবার চূড়ান্ত ব্যটিং ব্যর্থতার শিকার হয়েছেন সাকিব আল হাসানরা। আর এমন ব্যর্থতার পরই দলের পারফরম্যান্সে  বহু জায়গায় যে উন্নতির প্রয়োজন রয়েছে সেই কথা বলতে কোনও দ্বিধা করেননি বাংলাদেশের অধিনায়ক।

তৃতীয় দিনই ছয় উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ শিবির। চতুর্থ দিন ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও, ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে সেভাবে জ্বলে উঠতে পারেনি তারা। মাত্র এক ঘন্টার মধ্যেই চতুর্থ দিন শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের ইনিংস।  ১৮৬ রানে শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য দরকার ছিল মাত্র ১৩ রান। দশ উইকেট হাতে রেখেই সেই ম্যাচ জিতে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপরই দলের পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

ওয়েস্ট ইন্ডিজের কাছে ২-০-এ টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ

ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, “টেস্টে আমাদের ভাল ফল করতে হলে দলের পারফরম্যান্সে বেশকিছু জায়গায় উন্নতি করতে হবে। পরবর্তী টেস্টের আগে একটা বড় বিরতি পাচ্ছি আমরা। আর সেটাই আমাদের জন্য যথেষ্ট ভাল একটা সময়। যারা টেস্ট খেলার প্রতি আগ্রহী এই সময়টাই নিজেদের আরও উন্নত করার সুযোগ তাদের সামনে”।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ঘরের মাঠেও জয়ের মুখ দেখতে পারেনি তারা। শ্রীলঙ্কার কাছে ঘরের মাঠে সেই টেস্ট সিরিজ হারতে হয়েছিল বাংলাদেশকে। এরপরই ছিল ওয়েস্ট ইন্ডিজ সফর। তার আগেই বদল হয় বাংলাদেশের টেস্ট অধিনায়কত্বে। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব ওঠে সাকিব আল হাসানের ওপর।

কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও জিততে পারেনি তারা। দলের কোন কোন জায়গাগুলোয় সমস্যা রয়েছে তা বেশ বুঝতে পারছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এখন সেদিকেই নজর দেওয়ার কাজটা তাড়াতাড়ি হয়ত করতে চায় তারা।