“এখন তাঁকে কেএল রাহুল ২.০ বলতে পারি” – ওপেনারের প্রশংসা ধারাভাষ্যকারের মুখে
দক্ষিণ আফ্রিকা সফরে রাহুল চার ইনিংসে ২০৪ রান করেছেন
আপডেট করা - Jan 8, 2022 12:42 pm

আকাশ চোপড়া বিশ্বাস করেন যে টেস্ট ওপেনার হিসেবে কেএল রাহুলের ব্যতিক্রমী সাম্প্রতিক পারফরম্যান্সকে খেলার দীর্ঘতম ফর্ম্যাটে তাঁর দ্বিতীয় আগমন বলা যেতে পারে। চলমান ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে রাহুল দুই দলের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী। চার ইনিংসে ২০৪ রান করেছেন তিনি ৫১-র চমৎকার গড়ে এবং তার মধ্যে একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি অন্তর্ভুক্ত।
কেএল রাহুল কীভাবে বদলে গেলেন, বিশ্লেষণে আকাশ চোপড়া
স্টার স্পোর্টস শো ফলো দ্য ব্লুজ-এ একটি আলোচনা চলাকালীন, আকাশ চোপড়া টেস্ট ওপেনার হিসাবে কেএল রাহুলের পরিবর্তনের পিছনে কারণ বিশ্লেষণ করার সময় তিনি বলেছেন, “আমরা অবশ্যই এটিকে কেএল রাহুল ২.০ বলতে পারি। আমার মতে পার্থক্য হল তাঁর মানসিকতা এবং স্বাচ্ছন্দ্য। তিনি জানেন তিনি কীভাবে খেলতে চান। এটি হতে সময় লাগে কারণ এই যুগের খেলোয়াড়রা তিনটি ফর্ম্যাটিই খেলে। প্রতিটি ফর্ম্যাটের জন্য সঠিক টেমপ্লেট বোঝা খুবই কঠিন।”
প্রাক্তন ভারতীয় ওপেনার উল্লেখ করেছেন যে কেএল রাহুল তাঁর অফ স্টাম্প সম্পর্কে একটি দুর্দান্ত সচেতনতা তৈরি করেছেন। চোপড়া ব্যাখ্যা করেছেন, “বড় শট খেলার প্রলোভন আছে কারণ আপনি সেগুলি খেলতে পারেন৷ কিন্তু এই সময়ে আমরা যে কেএল রাহুলকে দেখছি, তার অফ-স্টাম্প কোথায়, কোথায় ডেলিভারি খেলতে হবে এবং কতগুলি ডেলিভারি ছাড়তে হবে সে সম্পর্কে তার খুব ভাল ধারণা রয়েছে৷ সে পিচে তার সময় কাটাতে পেরে খুশি।”
ভারতীয় টেস্ট দলে ফিরে আসার পর থেকে রাহুল অসীম ধৈর্য প্রদর্শন করেছেন। অফ-স্টাম্পের বাইরে ডেলিভারিতে খোঁচা দেওয়া থেকে বিরত থেকেছেন এবং শরীরের কাছাকাছি খেলেছেন।
আকাশ চোপড়া টেস্ট ক্রিকেটে দৃষ্টান্তমূলক সংযম দেখানোর জন্য কেএল রাহুলের প্রশংসা করেছেন। তিনি বিস্তারিত বলেছেন, “এটি এমন একজনের জন্য অসাধারণ যে, যখন সে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে, প্রতিটি ডেলিভারিতে চার ও ছক্কা মারার ক্ষমতা রাখে। কিন্তু সে একই ডেলিভারি ডিফেন্ড করছে বা ছেড়ে দিচ্ছে এবং তাকে খুব কমপ্যাক্ট দেখাচ্ছে।”
ধারাভাষ্যকার এই বলে শেষ করেছেন যে কেএল রাহুল তাঁর খেলা সম্পর্কে আরও ভালো বুঝছেন, অনেকটা রোহিত শর্মার মতো। চোপড়া উপসংহারে বলেছেন, “আমার মতে, তার সবচেয়ে বড় পরিবর্তনটি হল নিজেকে শান্ত রাখা। একবার আপনি আপনার খেলাটি সঠিকভাবে বুঝতে পারলে, আপনি তাড়াহুড়ো করবেন না কারণ আপনি খুব আত্মবিশ্বাসী। যদি ইংল্যান্ড সফর দেখা যায়, আমরা রোহিত শর্মার ক্ষেত্রেও একই জিনিস দেখেছি।”