পরের বছর বিপিএল আদৌ হবে কি? হলে কবে হবে? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর নেই বিসিবির কাছে

২০২৪-এর ৬ই জানুয়ারি থেকে ১৭ই ফেব্রুয়ারি বিপিএলের পরবর্তী সংস্করণ আয়োজনের প্রাথমিক পরিকল্পনা ছিল

Nazmul Hassan Papon
Nazmul Hassan Papon. (Image Source: Twitter)

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি নাজমুল হাসান সোমবার বলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর পরবর্তী আসর আয়োজনের ব্যাপারে সংগঠনটির গুরুতর সন্দেহ রয়েছে। যদিও তারা ইতিমধ্যে টুর্নামেন্টের তারিখ চূড়ান্ত করেছে (৬ই জানুয়ারি থেকে ১৭ই ফেব্রুয়ারি), তবে বাংলাদেশে সাধারণ নির্বাচনের কারণে পরিকল্পনাটি বাতিল হয়ে যেতে পারে।

বিসিবি কর্মকর্তারা আরও উল্লেখ করেছেন যে বিগ ব্যাশ লিগ (বিবিএল), SA20 এবং আইএলটি২০-এর সঙ্গে বিপিএলের সংঘর্ষ এড়াতে চান তাঁরা কারণ এর ফলে ফ্র্যাঞ্চাইজিদের পক্ষে শীর্ষ মানের খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করা কঠিন হয়ে যায়। সংস্থাটি বর্তমানে তারিখ পরিবর্তন করতে চাইছে কিন্তু নাজমুল হাসানের মতে তাঁরা এখনও পর্যন্ত কোনো নিশ্চিত সিদ্ধান্ত নিতে পারেনি।

“আমরা পরবর্তী বিপিএলের জন্য স্লট পাচ্ছি না এবং স্লট বের করা প্রায় অসম্ভব। আমরা একটি পেয়েছি, তবে সেই সময়ে করতে হলে সাধারণ নির্বাচনের জন্য আমাদের টুর্নামেন্টের মাঝে ফাঁক রাখতে হতে পারে,” নাজমুল সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সাংবাদিকদের বলেছেন।

এখনও প্রধান কোচ পাকা করতে পারেনি বিসিবি

২০২২-এর শেষের দিকে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো তাঁর পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও তাঁকে প্রতিস্থাপন করার জন্য কাউকে চূড়ান্ত করতে পারেনি। নাজমুল হাসান অবশ্য নিশ্চিত যে ইংল্যান্ড সিরিজের আগে একটি সিদ্ধান্ত নেওয়া হবে এবং ২০শে ফেব্রুয়ারির মধ্যে নাম ঘোষণা করা হবে। “ইংল্যান্ড সিরিজের আগে অবশ্যই (কোচ) চলে আসবে। আমি এখনই বলব না কে আসবে। তিনি ১৮ থেকে ২০ তারিখের মধ্যে আসবেন,” হাসান বলেন।

জল্পনা চলছে বাংলাদেশের এক সময়ের জাতীয় প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে আবার ফিরে আসতে পারেন। নিউ সাউথ ওয়েলসে যে কাজের সঙ্গে জড়িত ছিলেন হাথুরুসিংহে, সেই কাজটি তিনি ছেড়ে দিয়েছেন বলে শোনা যাচ্ছে।

“আমি জানি না (হাথুরুসিংহে কোচ হচ্ছেন কিনা)। হাথুরু বা অন্য কোনো কোচ আমাকে বা বিসিবিকে কিছু বলেনি। আমি এমন খবর দিইনি। আমরা কাউকে বাছব, ১৮ থেকে ২০-র মধ্যে কোচ আসবেন সন্দেহ নেই। একটি সংক্ষিপ্ত তালিকা আছে, বিকল্প আছে। আমরা তালিকা থেকে কোচ বাছাই করব,” বিসিবি সভাপতি যোগ করেছেন।