শুধুমাত্র পোডিয়ামে ওঠা নয়, কমনওয়েলথে সোনা জেতাই লক্ষ্য ইয়াস্তিকা ভাটিয়ার

Yastika Bhatia
Yastika Bhatia. (Photo by Phil Walter-ICC/ICC via Getty Images)

প্রথমবার কমনওয়েলথ গেমসে মহিনলাদের ক্রিকেট। তাও আবার টি টোয়েন্টি প্রতিযোগিতা। শুক্রবার সেখানেই প্রথম ম্যাচে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচেই স্মৃতি মন্ধনা, হরমবপ্রীত কৌরদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। লক্ষ্যটা এখন থেকেই স্থির করে ফেলেছে ভারতীয় দল। কমনওয়েলথের মঞ্চে প্রখমবারই ইতিহাস তৈরি করতে চান ইয়াস্তিকা ভাটিয়ারা। তাই শুধুমাত্র পোডিয়ামে ওঠাই নয়। সেখানে সোনা জিতেই পোডিয়ামে উতে চায় ভারতীয় ক্রিকেটাররা। জোরকদমে চলছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রস্তুতি।

১৯৯৮ সালে প্রথমবার কমনওয়েলথ গেমসের মঞ্চে ক্রিকেটের প্রদর্শন দেখা গিয়েছিল। কিন্তু সেবার পুরুষরাই খেলেছিলেন ক্রিকেট। মাঝে কেটে গিয়েছে বহু বছর। ২০২২ সালের কমনওয়েলথ গেমসে ক্রিকেটের আসর বসতে চলেছে। তবে এবার আর পুরুষ ক্রিকেটাররা নয়, কমনওয়েলথের মঞ্চে রানের ঝড় তুলবেন মহিলা ক্রিকেটাররা। আগামী ২৯ জুলাই থেকে সেই প্রতিযোগিতাই শুরু হতে চলেছে। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।

শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল

কমনওয়েলথ গেমস শুরু হওয়ার বহু আগেই স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কৌরদের মুখে শোনা গিয়েছিল যে কথা, বার্মিংহামে পা দিয়েও সেই একই কথা শোনা গেল ইয়াস্তিকা ভাটিয়ার গলায়। বার্মিংহামে পৌঁছে একেবারেই সময় নষ্ট করতে নারাজ ভারতীয় মহিলা ক্রিকেট দল। নেমে পড়েছেন প্রস্তুতিতে। ইতিমধ্যেই ভারতীয় মহিলা দলের এক ক্রিকেটার করোনা মুক্ত হয়ে গিয়েছেন। তিনিও ভারতীয় শিবিরে যোগ দেওয়ার জন্য রওনা দিতে চলেছেন। প্রথমবারই কমনওয়েলথের মঞ্চে সোনা জিতে ইতিহাস তৈরি করতে চায় ভারতীয় মহিলা ক্রিকেট দল।

বার্মিংহামে প্রস্তুতি চালাচ্ছেন স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কৌররা। সেখানেই উইকেটকিপার ব্যাটার ইয়াস্তিকা ভাটিয়া তাদের লক্ষ্যের কথা আরও একবার জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, “আমাদের সামনে এমন সুযোগ আসায় সত্যিই আমরা সকলে খুব আপ্লুত। যেকোনও ম্যাচই হোক, দেশকে প্রতিনিধিত্ব করাটা সবসময়ই আমাদের কাছে গর্বের। শুধুমাত্র পোডিয়ামে ওঠা নয়, আমরা সোনা জিততে এসেছি। সেভাবেই প্রস্তুতি চলছে আমাদের”।

এখানে দেখে নিন ভারতীয় মহিলা দলের প্রস্তুতির ভিডিও


শুক্রবার অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের মুখোমুখি হচ্ছে ভারত। বিশ্বকাপে ভারতীয় মহিলা দল পারেনি। কমনওয়েলথের শুরুতেই সেই সাফল্য পেতে মরিয়া ভারতীয় মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীত কৌরকের নেতৃত্বে প্রথমবার এতবড় মঞ্চে নামছে ভারত। সেখানে সাফল্যের লক্ষ্যেই রয়েছে তারা। কয়েকদিন আগেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতে এসেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।

কমনওয়েলথেও যে সেটাই তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। বৃহস্পতিবার কমনওয়েলথের উদ্বোধনী অনুষ্ঠান। শুক্রবারই মাঠে নেমে পড়বে ভারতীয় দল।