ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে বিশেষ প্রস্তুতিতে ব্যস্ত শুভমন গিল

Shubman Gill. (Photo Source: Twitter)

২২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে নামতে চলেছে ভারত। বুধবারই ত্রিনিদাদে পৌঁছেছে টিম ইন্ডিয়া। প্রস্তুতির জন্য এতটুকুও সময় নষ্ট করতে নারাজ রাহুল দ্রাবিড়ের দল। কিন্তু সেখানেই যেন প্রকৃতি বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় শিবিরের। ত্রিনিদাদে পা রাখার পর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আর সেজন্যই মাঠে প্রস্তুতি বাতিল করতে বাধ্য হয়েছে ভারতীয় শিবির। ইনডরেই চলছে সেই প্রস্তুতি। দীর্ঘদিন পর ভারতের লিমিটেড ওভার সিরিজে সুযোগ পেয়েছেন শুভমন গিল। ইন্ডোরে হলেও, কোনওরকতম খামতি রাখতে চাননা তিনি।

Advertisement
Advertisement

ইন্ডোরেই জোরকদনমে ব্যািং প্রস্তুতি চালাচ্ছেন এই তরুণ ক্রিকেটার। ওপেনার হিসাবে ঈশান কিষাণের সঙ্গে শিখর ধওয়ানের পার্টনার হিসাবে তাঁর নামও ঘোরাফেরা করছে। যদিও শেষপর্যন্ত টিম ম্যানেজমেন্টই সেই জায়গা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কিন্তু নিজেকে তৈরি রাখতে শুভমন গিল কিন্তু কোনওরকম খামতি রাখতে নারাজ। ইন্ডোরে ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে সফল হওয়ার নানান কৌশল ব্যবহার করে চলেছেন তিনি।

বৃষ্টির জন্য ওপেন নেট নয়, ইন্ডোরেই প্রস্তুতি সারছেন শুভমন গিলরা

ওয়েস্ট ইন্ডিজের পিচ বরাবরই বোলারদের স্বর্গরাজ্য। সেজন্য বিশেষভাবে আন্ডারআর্ম বোলিংয়ের বিরুদ্ধে বিশেষ প্রস্তুতি সারছেন শুভমন গিল। এই সিরিজই যেন তাঁর কাছে ভারতের একদিনের দলে জায়গা করে নেওয়ার জন্য পাখির চোখ। সুযোগ পেলে, সেটাকে একেবারেই হাতছাড়া করতে নারাজ হয়ে রয়েছেন তিনি। ইন্ডোরে ুপ্রস্তুতি চলাকালীন সেইসব নিয়েই মুখ খুললেন এই তরুণ তারকা ক্রিকেটার।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে শুভমন গিল জানিয়েছেন, “আমরা সকলেই ভেবেছিলাম যেন আমরা ওপেন নেট সেশন করতে পারব এখানে। কিন্তু হঠাত্ই বৃষ্টি শুরু হয়ে এখানে। আর আমাদের হাতে কিছুই নেই। সেজন্য আউটডোরের পরিবর্তে ইন্ডোরেই আমাদের অনুশীলন করতে হচ্ছে। যখন একজন ব্যাটার হিসাবে প্রস্তুতির জন্য নানান ধরেনের বোলিংয়ের মুখোমুখি হতে হয়, সেটা সবসময়ই খুব ভাল একটা অনুভূতি। আমি কিছু বিশেষ প্রস্তুতিও সারছি। যেমন আন্ডারআর্ম বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। একদিনের সিরিজে নামার জন্য মুখিয়ে রয়েছি আমরা সকলে”।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই একদিনের সিরিজে দলের বেশীরভাগ তারকা ক্রিকেটারদেরকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহ-রা বিশ্রামেই রয়েছেন এই সিরিজে। বিরাট বাদে সকলেই একেবারে টি টোয়েন্টিতে ফিরবেন। এই সিরিজে শিখর ধওয়ানের নেতৃত্বেই মাঠে নামবে টিম ইন্ডিয়া।

সেখানেই বেশকিছু জায়গা নিয়ে চলছে নানান জল্পনা। বিশেষ করে শিখর ধওয়ানের সঙ্গে ওপেনিং করবেন কে তা নিয়েই সবচেয়ে বেশী চিন্তায় রয়েছ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেখানেই সুযোগ পেলে নিজেকে উজার করে দিতে চান শুভমন গিল।