ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতলেও ভারতের টপ অর্ডারের পারফরম্যান্স নিয়ে চিন্তিত ওয়াসিম জাফর

Wasim Jaffer
Wasim Jaffer. (Photo by Aniruddha Chowdhury/Mint via Getty Images)

ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৪ সালের পর প্রথমবার তাদের ঘরের মাঠে একদিনের সিরিজ জিতেছে ভারত। ভারতীয় শিবিরে যে এখন খুসির আবহ থাকবে তা বলাই বাহুল্য। কিন্তু সেইসঙ্গে খানিকটা চিন্তাও যে বিরাজ করছে তাও কিন্তু বেশ স্পষ্ট। আর তার কেন্দ্রে রয়েছে ভারতীয় টপ অর্ডারের পারফরম্যান্স। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং শিখর ধওয়ানদের মতো ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে এবার প্রশ্ন তুললেন ওয়াসিম জাফর। এই তিন ব্যাটারের রান না পাওয়া চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট বলেই মনে করেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে পাঁচ উইকেটে জিতেছে ভারত। হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্থের দুর্ধর্ষ পারফরম্যান্সের সৌজন্যেই সেই জয় এসেছে ভারতীয় দলের। কিন্তু টিম ইন্ডিয়ার টুপ অর্ডার কিন্তু পরপর দুই ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ হয়েছে। যে শিখর ধওয়ান, রোহিত শর্মা এবং বিরাট কোহলির দিকে সকলে সবচেয়ে বেশী নজর রেখেছিল, সেই তিন তারকা ক্রিকেটারের ব্যাটেই রান আসতে দেখা যায়নি।

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে রোহিত এবং বিরাট দুজনই ১৭ রানে সাজঘরে ফেরেন

প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে জিতেছিল ভারত। কিন্তু সেই ম্যাচের প্রধান কারিগড় চিলেন জসপ্রীত বুমরাহ। তাঁর দুর্ধর্ষ বোলিংয়েই শেষ হয়ে গিয়েছিল সেবার ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ভারতের সামনে লক্ষ্য ছিল মাত্র ১১০ রান। সেই রান তুলতে ভারতীয় ব্যাটারদের অবশ্য খুব একটা অসুবিধা হয়নি। রোহিত শর্মার ব্যাটে সেই ম্য়াচে ৭৫ রানও এসেছিল। বাকি কোনও ব্যাটারকে ব্যাটও করতে নামতে হয়নি সেখানে। কিন্তু শেষ দুই ম্যাচেই রোহিত শর্মা থেকে শিখর ধওয়ান এবং বিরাট কোহলিরদের ব্যাটে কিন্তু কোনও বড় রানের ঝলক ছিল না।

ইএসপিএল ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে ওয়াসিম জাফর জানিয়েছেন, “যখন তাদের টপ অর্ডার সফল হয়েছে, ভারত সবসময়ই কিন্তু সেখানে সাফল্য পেয়েছে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটো একদিনের ম্যাচে কিন্তু একেবারেই সেই চিত্র দেখা যায়নি। এই দিকেই বিশেষ নজর দেওয়া উচিত্। এই মুহূর্তে রান পেতে একেবারেই ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি এবং শিখর ধওয়ানও ছন্দে নেই”।

দ্বিতীয় ম্যাচেও ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় বোলাররা বেশ দাপটের সঙ্গেই পারফরম্যান্স দেখিয়েছিল। কিন্তু ভারতীয় ব্যাটারদের চূড়ান্ত ব্যর্থতায় ১০০ রানে সেই ম্যাচে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। রোহিত শর্মা সেই ম্যাচে শূন্য রানে ফিরে গিয়েছিলেন। বিরাট কোহলি সাজঘরে ফিরেছিলেন ১৬ রানে। শিখর ধওয়ানও বড় রান করতে পারেননি।

একই চিত্র দেখা গিয়েছিল তৃীয় একদিনের ম্যাচেও। সেখানেও রোহিত শর্মা এবং বিরাট কোহলি ১৭ রানই করতে পেরেছিলেন। ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়ার সেই পার্টনারশিপ না হলে, সিরিজের ফলাফল আন্যরকম হতেই পারত। ইংল্যান্ডের পর এবার ভারতের সামনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফর। সেখানে অবশ্য একদিনের সিরিজে বিশ্রামে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। শিখর ধওয়ান নেতৃত্বের দায়িত্ব সামাবেন। সেখানে তিনি ফর্মে ফিরতে পারেন কিনা সেটাই দেখার।