যশস্বী জয়সওয়ালের ভয়হীন ক্রিকেটে মুগ্ধ ওয়াসিম জাফর

Shubman Gill & Yashasvi Jaiswal
Shubman Gill & Yashasvi Jaiswal. ( Image Source: BCCI )

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই টেস্ট সিরিজে ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল যশস্বী জয়সওয়ালের। কেরিয়ারের প্রথম টেস্টেই সেঞ্চুরী করে সকলের নজর কেড়েছিলেন তিনি। দ্বিতীয় টেস্টেও অর্ধশতরান করেছিলেন যশস্বী জয়সওয়াল। যদিও ভারতের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলেননি তিনি।  টি টোয়েন্টি সিরিজেও শুরুটা খুব একটা ভালবাবে করতে পারেননি এই তরুণ ক্রিকেটার। কিন্তু চতুর্থ টি টোয়েন্টিতেই ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। যশস্বি জয়সওয়ালের এই পারফরম্যান্স দেখেই তাঁকে বিশেষ বলে মনে করছেন ওয়াসিম জাফর।

এই টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন যশস্বী জয়সওয়াল। তাঁকে নিকে কানাভুসো কথাবার্তাও শুরু হয়েছিল। এমন পরিস্থিতিতেই চতুর্থ টি টোয়েন্টিতে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন তিনি। আর সেখানেই কার্যত শেষ হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ শিবির। এমন পরিস্থিতিতেই তাঁর ভয়হীন ইনিংস দেখে মুগ্ধ হয়েছেন ওয়াসিম জাফর। চাপের মধ্যে থেকেও যশস্বী জয়সওয়ালের এমন ভয়হীন ইনিংস  তাঁকে আরও বিশেষ করে তুলছে বলেই মনে করছেন ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার।

সর্বোচ্চ রান করে ম্যাচের সেরা হয়েছেন যশস্বী জয়সওয়াল

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টিতে ৯ উইকেটে জিতে নিয়েছে ভারতীয় দল। শুভমন গিলের সঙ্গে শুরু থেকেই এদিন যশস্বী জয়সওয়.াল চিলেব বিধ্বংসী  মেজাজে। তাঁর ইনিংসের দিকে তাকালেই তা স্পষ্ট। যশস্বী জয়সওয়ালের গোটা ইনিংসটা সাজানো রয়েছে ১১ টি বাউন্ডারকি ও ৩টি ওভার বাউন্ডারি। সেইসঙ্গে ম্যাচের সেরার পুরষ্কারও ছিনিয়ে নিয়েছেন যশস্বী জয়সওয়াল। পরপর তিন ম্যাচে রান  না পাওয়াটা যেকোনও ক্রিকরেটারের ওপরই চাপ তৈরি করতে পারে। সেখানেই ডিফেন্সিভ না হয়ে এমন ভয়হীন ক্রিকেটারই যশস্বী জয়সওয়ালের একজন বিশেষ ক্রিকেটার হয়ে ওঠার বার্তা বলে মনে করছেন ওয়াসিম জাফর।

তিনি জানিয়েছেন, “যশস্বী জয়সওয়ালের ভয়হীন খেলা দেখাটাই একটা বিশেষ প্রাপ্তি। কখনোও ব্যর্থতা অনেকসময় ক্রিকেটারদের খানিকটা রক্ষণাত্মক করে দেয়। কিন্তু এই ক্ষেত্রে ব্যপারটা একেবারেই তেমন নয়। এই ফর্ম্যাটে সেই রক্ষণাত্মক হওয়ার কোনও জায়গাই নেই। তিনি এদিন তাঁর সমস্ত অস্ত্র নিয়ে বেড়িয়ে এসেছিলেন। সেইসঙ্গে পিচটাও খানিকটা পরিস্থিতি বদলে দিয়েছে। সেখানে প্রতিটি বলই ব্যাটে আসছিল, আর তাতেই পার্থক্যটা করে দিয়েছিল”।

রবিবার পঞ্চম টি টোয়েন্টিতে নামছে ভারতীয় দল। সেখানেও ফের একবার যশস্বী জয়সওয়াল ব্যাট হাতে নিজের স্বমহিমায় থাকতে পারেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষায় সকলে।