ওয়ার্নার ওয়ানডে থেকে অবসর ঘোষণা করলেও দলের প্রয়োজনে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেকে প্রস্তুত রাখবেন

David Warner. (Photo Source: Twitter)

ওয়ার্নার ওয়ানডে থেকে অবসর ঘোষণা করলেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দরজা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। অস্ট্রেলিয়ার এই তারকা ওপেনার ঘোষণা করেছেন যে, তিনি টি-টোয়েন্টি লিগ খেলার জন্য আনুষ্ঠানিকভাবে ওয়ানডে থেকে অবসর ঘোষণা করেছেন। কিন্তু দলের প্রয়োজনে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনি নিজেকে প্রস্তুত রাখবেন।

Advertisement
Advertisement

 ডেভিড ওয়ার্নার দা টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণার সাথে সাথে ওডিআই ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তও জানিয়ে দিয়েছেন। তবু তিনি আরো যোগ করে বলেন, যদি অস্ট্রেলিয়া জাতীয় দল কখনো তাঁর প্রয়োজন বোধ করে তাহলে তিনি নিজেকে উপলব্ধ রাখবেন। বিশেষত ২০২৫সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য তিনি দলের দরজা খোলা রেখেছেন।

তিনি মন্তব্য করেন, ‘ আমি অবশ্যই একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। ওডিআই ক্রিকেটে আমার অভিজ্ঞতা ছিল অসাধারণ। ভারতের মাটিতে গোটা বিশ্বকাপটি আমি অত্যন্ত উপভোগ করেছি। তাদের মাটিতে এটি জেতা আমার জীবনের একটি বিশাল অর্জন বলে আমি মনে করি।’

তিনি একটি বিবৃতিতে বলেন, ‘ সুতরাং আমি আজকে সেই সিদ্ধান্ত নেব, যা আমাকে বিশ্বজুড়ে আরো কিছু লীগ খেলতে সাহায্য করবে। আমি মনে করি ওডিআই থেকে আমার অবসর ঘোষণা, দলকে সামনের দিকে এগোতে সাহায্য করবে। যদিও আমি জানি সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে। এই পরিস্থিতিতে আমি যে ধরনের ক্রিকেটই খেলি না কেন দলের যদি আমাকে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি সবসময় উপলব্ধ থাকবো।’

তাঁর এই সিদ্ধান্তের ফলে গোটা বিশ্ব মনে করছেন, গুজরাটের আমেদাবাদে নরেন্দ্র মোদীর নামাঙ্কিত স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে খেলা বিশ্বকাপ ফাইনালটিই ছিল তাঁর ওডিআই ক্যারিয়ারের শেষ ম্যাচ। যদিও তার ওডিআই ক্যারিয়ারের পরিসংখ্যান যেকোনো ব্যাটসম্যানের কাছেই যথেষ্ট ঈর্ষণীয়।

তিনি ইতিমধ্যেই ৬৯৩২ রান সম্পূর্ণ করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্যভাবে ২২টি সেঞ্চুরিও রয়েছে।

তিনি অজি দলের জার্সিতে ছেলেদের ওডিআইতে ষষ্ঠ সর্বোচ্চ রান স্কোরার। তিনি সেঞ্চুরির তালিকাতেও দ্বিতীয় স্থান অধিকার করে রিকি পন্টিংয়ের ঠিক পরেই অবস্থান করছেন। যদিও ক্ষেত্রে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক পন্টিং আরও বেশি অর্থাৎ ২০৫টির উপর ইনিংস সম্পূর্ণ করেছেন।

তাঁর এই সিদ্ধান্ত থেকেই কার্যত একটি বিষয় স্পষ্ট যে ওয়ার্নার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে তিনি অনুপস্থিত থাকবেন। সেইসময় তিনি দুবাই ক্যাপিটালসের হয়ে টি-টোয়েন্টি লীগে অংশ নেবেন। অনেক অজি তারকাই তাঁর এই সিদ্ধান্তকে মেনে নিয়ে ভবিষ্যত জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।