৩৯-এর বৃত্ত, সঙ্গে রইল আইপিএলে ক্যাপ্টেন কোহলির পরিসংখ্যান

Virat Kohli
Virat Kohli. (Photo Source: IPL/BCCI)

সালটা ২০১১। সাময়িক ভাবে অধিনায়কের দায়িত্ব এসে পড়ে ভারতীয় ক্রিকেটে তরুন আইকন, অসাধারণ ব্যাটিং স্কিলের অধিকারী ছেলেটার ওপর। বেশি দেরি হয়নি মাত্র দু বছর, তারপর ২০১৩ সালে পাকাপাকি ভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হন বিরাট কোহলি। তারপর একের পর এক শৃঙ্গ জয়, তৈরি করেন রেকর্ড। কিন্তু আইপিএল ট্রফি অধরা রয়ে যায়, এক বারের জন্যই কোহলির হাতে ওঠেনি আইপিএল ট্রফি। এই যন্ত্রণা অধিনায়কত্ব ছাড়ার শেষ দিনেও রয়ে গেল। তবে হ্যাঁ, টিমকে ৪ বার প্লে অফে তুলেছেন বিরাট কোহলি।

অধিনায়ক হিসেবে বিদায় বেলার কোহলি বলেন, ‘দলে এমন একটা সংস্কৃতি তৈরির চেষ্টা করেছি আমি, যেখানে তরুণ ক্রিকেটাররা এসে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের মেলে ধরতে পারে। এটুকুই বলতে পারি, আমি এই ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতি মরশুমে ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। আমি নিজের সেরাটা দিয়েছি সবসময়। তবে এখন সময় এসেছে পুনর্গঠনের।’

এবার এক নজরে দেখে নেওয়া যাক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে বিরাট কোহলির রেকর্ড –

* বিরাট আরসিবিকে নেতৃত্ব দিয়েছেন ১৪০টি ম্যাচে

* কোহলির নেতৃত্বে আরসিবি ম্যাচ জিতেছে ৬৬টি

* কোহলির নেতৃত্বে ব্যাঙ্গালোর ম্যাচ হেরেছে ৭০টি

* ৪টি ম্যাচের ফলাফল নির্ধারিত হয়নি

* জয়ের শতকরা হার ৪৭.১৭

* অধিনায়ক হিসেবে ১৩৯টি ইনিংসে ব্যাট করতে নেমে কোহলি রান করেছেন ৪৮৭১

* ক্যাপ্টেন হিসেবে সেঞ্চুরি করেছেন ৫টি, প্রথম সেঞ্চুরি আসে ২০১৬ সালে

* হাফ-সেঞ্চুরি করেছেন ৩৫টি

তবে আরও একটি বিষয় হল, আরসিবির অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে ৩৯ রান করেছিলেন কোহলি। ব্যাঙ্গলুরুর ক্যাপ্টেন হিসেবে শেষ ম্যাচেও বিরাট করলেন ৩৯ রান। বৃত্তটা কোথাও একটা পূর্ণ হল বোধহয়।