টেস্ট ব্যাটারদের ক্রম তালিকায় ৯ নম্বরে উঠে এলেন বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli. ( Image Source: Twitter )

দীর্ঘ দুই বছর পর টেস্ট ক্রম তালিকায় প্রথম দশ জনের মধ্যে জায়গা করে নিলেন বিরাট কোহলি। আর তাতেই আপ্লুত সকলে। শেষ দুই বছরে সেভাবে নিজের ভাল পারফরম্যান্স দেখাতে না পারার জন্য ক্রম তালিকায় অনেকটাই নীচের দিকে নেমে গিয়েছিলেন। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে ভারতীয় দল। বুধবার সিরিজের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমেছে ভারতীয় দল। সেদিনই আইসিসি টেস্ট ক্রিকেটে ব্যাটারদের ক্রম তালিকা প্রকাশ করেছে। সেখানেই ৯ নম্বরে পৌঁছে গিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

২০২২ সালের শেষ থেকেই ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। তার আগে টেস্ট ক্রিকেটের মঞ্চ থেকে ক্রিকেটের প্রতি ফর্ম্যাটেই ব্যর্থ হতে দেখা গিয়েছিল এই তারকা ক্রিকেটারকে। সেই থেকে নানান সমালোচনাও চলছিল তাঁকে নিয়ে। শেষপর্যন্ত ২০২৩ সাল থেকেই ঘুরে দাঁড়িয়েছেন এই তারকা ক্রিকেটার। এরপর থেকেই বিরাট কোহলির পারফরম্যান্স গ্রাফ ওপরের দিকে রয়েছে। নতুন বছরের শুরুতেই পেলেন সেই পুরস্কার। আইসিসির টেস্ট ক্রম তালিকায় ৯ নম্বর স্থানে উঠে এলেন বিরাট কোহলি।

এর আগে টেস্টে ১৩ নম্বর পজিশনে ছিলেন বিরাট কোহলি

কয়েকদিন আগেই সেষ হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। সেই টেস্টে বিশ্রীভাবে হারতে হয়েছে ভারতীয় দলকে।  আর তা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। সেখানে এক ইনিংস ও ৩২ রানে হারতে হয়েছিল ভারতীয় দলকে। সেখানে প্রথম ইনিংসে অবশ্য বিরাট কোহলি বড় রান করতে পারেননি। সেখানেই দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির ব্যাটেই এসেছিল বড় রানের ঝলক। ৭৬ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। সেইসঙ্গে লড়াইটাও করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু শেষপর্যন্ত জিততে পারেনি ভারতীয় দল। সঙ্গতের অভাবে বিরাট কোহলিকেও থামতে হয়েছিল শেষপর্যন্ত।

এবার সেই বিরাট কোহলিই আইসিসির তালিকায় প্রথম দশ জনের মধ্যে উঠে এলেন। এর আগে ১৩ নম্বর পজিশনে ছিলেন ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার। শেষ ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেলার পরই শেষপর্যন্ত প্রথম ১০ জনের মধ্যে উঠে এলেন তিনি। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। এই মুহূর্তে ৯ নম্বর পজিশনে  উঠেছেন বিরাট কোহলি। যদিও ভারতীয় দলের অধনায়ক রোহি শর্মা নেমে গিয়েছেন ১৪ নম্বর পজিশনে।

এবারের বিশ্বকাপের মঞ্চেও বিরাট কোহলি দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। সেখানে সর্বোচ্চ রানের মালিক ছিলেন বিরাট কোহলি। ৭৬৫ রান করেছিলেন এই তারকা ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বড় রানের ইনিংস তিনি খেলতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।