লন্ডন থেকে ফিরলেন বিরাট কোহলি, স্বস্তির আবহ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে

Virat Kohli
Virat Kohli. ( Image Source: X/Twitter )

কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে এবারের আইপিএল। সবকিছু ঠিকঠাক চললে এই াইপিএল দিয়েই ফের একবার মাঠে ফিরতে চলেছেন বিরাট কোহলি। রবিবারই লন়্ডন থেকে দেশে ফিরলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তাঁর সেই ছবি দেখার সঙ্গেই সোশ্যাল মিডিয়া জুড়ে হৈচৈ শুরু  হয়ে গিয়েছে। ইতিমধ্যেই আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রতিটি দল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও তার ব্যতিক্রম নয়। এবার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে প্রস্তুতি নামার অপেক্ষায় রয়েছেন সকলে।

কয়েকদিন আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হয়েছে ভারতীয় দলের। সেখানে অবশ্য বিরাট কোহলিকে দেখা যায়নি। পারিবারিক কারণের কথা জানিয়েই এই সিরিজ থেকে নাম তুলে নিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলাকালীনই দ্বিতীয়বার বাবা হয়েছেন বিরাট কোহলি। স্ত্রী এবং পরিবারের সঙ্গে লন্ডনেই বেশ কয়েকটা দিন ছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। বিশ্রাম কাটিয়ে রবিবারই ভারতে ফিরেছেন বিরাট কোহলি। আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। তারই প্রস্তুতিতে বিরাট কোহলির যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন সকলে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেননি বিরাট কোহলি

কয়েকদিন আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে যোগ দিয়েছিলেন ফাফ ডুপ্লেসি। এই মুহূর্তে তাঁর ওপরই রয়েছে আরসিবির নেতৃত্বের ভার। তিনি প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। কিন্তু বিরাট কোহলিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে না দেখতে পাওয়ায়  ক্রমশই জল্পনা বাড়তে শুরু করেছিল। বিরাট কোহলির দেশে ফেরার সঙ্গেই এবার স্বস্তির আবহ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরের অন্দরে।

২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন বিরাট কোহলি। শুধু তাই নয় তিনিই সেবারের বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চেও দুরন্ত পারফরম্যান্স করেছিলেন বিরাট কোহলি। গড়েছিলেন একের পর এক রেকর্ড। সেইসঙ্গে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের মালিকও ছিলেন তিনি।