ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI
VIRAT KOHLI. ( Image Source: IPL )

দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও, দ্বিতীয় ম্যাচেই ফের একবার স্বমহিমায় ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নেমেছিল রয়্যাল  চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানেই ম্যাচ উইনিং ইনিংস খেলার পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির রেকর্ডও ছুঁলেন বিরাট কোহলি। আইপিএলের মঞ্চে ধোনির ম্যাচের সেরা হওয়ার রেকর্ড স্পর্শ করেছেন তিনি।

প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখান অবশ্য বড় রানের ইনিংস খেলতে ব্যর্থই হয়েছিলেন বিরাট কোহলি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাত্র ২১ রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। শুরুটা ভালভাবে করতে না পারলেও দ্বিতীয় ম্যাচেই নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। পঞ্জাব কিংসের বিরুদ্ধে  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের অন্যতম নেপথ্য কারিগড় ছিলেন বিরাট কোহলি। ওপেনিংয়ে তাঁর ৭৭ রানের ইনিংসটাই যে আরসিবির জয়ের রাস্তাটা প্রস্তুত করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪৯ বলে ৭৭ রান করেছিলেন বিরাট কোহলি

এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল পঞ্জাব কিংস। দিও বিরাট কোহলিদের বিরুদ্ধে বিরাট রান করতে পারেনি তারা। চিন্নাস্বামী স্টেডিয়ামের স্কোরিং পিচে মাত্র ১৭৬ রানেই থামতে হয়েছিল পঞ্জাব কিংসকে। ঘরের মাঠে এই রান যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে খুব একটা বড় লক্ষ্য ছিল না তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই এদিন বিধ্বংসী রূপ ধারণ করেছিলেন বিরাট কোহলি। শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছিলেন তিনি। ৪৯ বলে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। সেইসঙ্গেই তাঁর গোটা ইনিংস জুড়ে ছিল ১১টি বাউন্ডারি এবং ২ টো ওভার বাউন্ডারি।

সেই ইনিংস খেলেই ম্যাচেপ সেরার শিরোপাও জিতে নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক। ম্যাচের সেরা হওয়ার সঙ্গেই এমএস ধোনির রেকর্ডও ছুঁলেন তিনি। এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে ১৭বার ম্যাচের সেরা হয়েছেন এমএস ধোনি। সেই রেকর্ডই ছুঁলেন বিরাট কোহলিও। তবে এই তালিকায় তাদের থেকে ওপরে রয়েছেন রোহিত শর্মা। এখনও পর্যন্ত ১৯ বার আইপিএলের মঞ্চে ম্যাচের সেরা হয়েছেন তিনি।