বাংলাদেশের বিরুদ্ধে কেরিয়ারের ৭২তম সেঞ্চুরী বিরাট কোহলির, রেকর্ড ভাঙলেন পন্টিংয়ের
আপডেট করা - Dec 10, 2022 3:37 pm

প্রথম দুটো ম্যাচে পারেননি তিনি। আর সেই ব্যর্থতার জন্য বাংলাদেশের কাছে সিরিজও হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। শনিবার চট্টোগ্রামে একদিনের সিরিজের শেষ ম্যাচে নেমেছিল টিম ইন্ডিয়া। সেখানে ভারতীয় দলের সমনে ছিল হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য। সেই মঞ্চেই দাপুটে পারফর্মযান্স বিরাট কোহলির। বাংলাদেশের বিরুদ্ধে চট্টোগ্রামের বাইশগজে একাধিক রেকর্ডের মালিক বিরাট কোহলি। কেরিময়ারের ৭২ তম আন্তর্জাতিরক সেঞ্চুরীর সঙ্গে রিকতি পন্টিংয়ের রেকর্ড ভেঙে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
বিরাট কোহলির ব্যাট থেকে এমন পারফরম্যান্স দেখার পর যে সকলেই বেশ স্বস্তি তা বলার অপেক্ষা রাখে না। ঈশান কিষাণ এবং বিরাট কোহলি জুটিতেই যেন এদিন শেষ হয়ে গেল বাংলাদেশ শিবির। দ্বিশতরানের ইনিংস ঈশান কিষাণের। সঙ্গে সেঞ্চুরী ইনিংস কেললেন বিরাট কোহলি। প্রায় তিন বঠর পর ফের একদিনের ক্রিকেটে বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরীরের ঝলক। আর এই চিত্র যে অনেককেই স্বস্তি দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এই সেঞ্চুরীরের সঙ্গেই অজি কিংবদন্তী রিকি পন্টিংয়ের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।
বাংলাদেশের বিরুদ্ধে ১১০ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি
এশিয়া কাপের মঞ্চেই দীর্ঘদিন পর ব্যাটে বড় রান পেয়েছিলেন বিরাট কোহলি। প্রায় ১০২০ দিন পর এশিা কাপের মঞ্চে দীর্ঘদিন পর সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। তাঁর ফর্মে ফেরার যে সেটাই ছিল ইঙ্গিত তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে রিকি পন্টিংয়ের সর্বোচ্চ সেঞ্চুরীর রেকর্ড ছুঁয়েছিলেন বিরাট কোহলি। যদিও টি টোয়েন্টি বিশব্কাপে সেঞ্চুরী পাননি তিনি। তবে প্রাক্তন অজি কিংবদন্তীর রেকর্ড টপকাতে খুব একটা বেশী সময় নেননি বিরাট কোহলি।
বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে নেমেছে ভারতীয় দল। সেখানেই শেষ ম্যাচে বিরাট কোহলির ব্যাটে দুরন্ত সেঞ্চুরী। ঈশান কিষাণের সহ্গে এদিন তিনিও ছিলেন বিধ্বংসী মেজাজে। কেরিয়ারের ৭২তম সেঞ্চুরী অএই ম্যাচেই পান বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে এই নিয়ে ৪৪টি সেঞ্চুরী করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। বাংলাদশের বিরুদ্ধে ৯১ বলে ১১০ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি।
এই সেঞ্চুরীর সৌজন্যেই আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরীর মালিকের নাম এখন বিরাট কোহলি। রিকি পন্টিংয়ের সঙ্গে এতদিন ৭১টি সেঞ্চুরী করার রেকর্ড ছিল বিরাট কোহলির ঝুলিতে। এদিন তাঁর গোটা ইনিংস জুড়ে শুধুই চার ও ছয়ের বন্যা। ১১০ রানের ইনিংসে রয়েছে ১১টি বাউন্ডারি এবং ২টো ওভার বাউন্ডারি। বিরাটের সেঞ্চুরী ইনিংসে মুগ্ধ গোটা বিশ্ব।