ট্রেলব্রেজার্সের কাছে হারলেও অঙ্কের হিসাবে ওমেন্স টি২০ চ্যালেঞ্জ ফাইনালে পৌঁছল ভেলোসিটি

Kiran Navgire
Kiran Navgire. (Photo Source: IPL/BCCI)

ভেলোসিটির বিরুদ্ধে রানের পাহাড় গড়ে তোলার সঙ্গে ম্যাচ জিতেও শেষরক্ষা হল না। প্রথম ম্যাচে হারের খেসারত দিতে হল ট্রেলব্রেজার্সকে। কিরন প্রভুর ওমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জের মঞ্চে দ্রুততম অর্ধশতরানের সৌজন্যে ফাইনালে পৌঁছে গেল ভেলোসিটি। দুর্ধর্ষ ইনিংস খেললেও ব্যর্থই হল সাভিনেনি মেঘানার লড়াই। হিসাবের গেড়োতে ম্যাচ জিতেও ওমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জের ফাইনালে পৌঁছনো সম্ভব হল না ট্রেলব্লেজার্সের। নির্ধারিত রান করে অঙ্কের হিসাবেই ফাইনালে পৌঁছল ভেলোসিটি।

প্রথম ম্যা্চে ট্রেল ব্লেজার্সের মুখোমুখি হয়েছিল সুপারনোভাস। সেই ম্যাচে সুপারনোভাসের কাছে ৪৯ রানে হেরে গিয়েছিল ট্রেলব্লেজার্সরা। স্মৃতি মন্ধনাদের রাস্তাটা সেদিনই কঠিন হয়ে গিয়েছিল। যদিও এরপরই সুপারনোভাসরা আবার নেমেছিল ভেলোসিটির বিরুদ্ধে।  সেই দলের অধিনায়ক রিচা ঘোষ। জয় দিয়ে যাত্রা শুরু করেছিল ভেলোসিটিও। সেই ম্যাচ সুপারনোভাসরা হারার পরই খানিকটা হলেও ফাইনালে আশা দেখা দিয়েছিল ট্রেলব্লাজার্সদের জন্য।

৪৪ বলে ৬৬ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা জেমিমা রডরিগেজ

নেট রানরেটের বিচারে আগেই ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছিল সুপারনোভাসরা। অন্যদিকে আা জাগালেও ফাইনালে পৌঁছনোর রাস্তাটা অনেকটা কঠিন ছিল ট্রেলব্লেজার্সের সামনে। হিসাবের খাতা অনুযায়ী এদিন ভেলোসিটির বিরুদ্ধে অন্তত ৩২ রান কিংবা তার বেশী রানে জিততে হত ট্রেলব্লেজার্সকে। আর সেজন্যই তাদের প্রতিপক্ষ শিবিরের বিরুদ্ধে বিরাট রান করার করতে হত। যদিও সেই লক্ষ্যে কিন্তু বেশ সফলই হয়েছিল স্মৃতি মন্ধনাদের ট্রেলব্লেজার্স।

টস জিতে ভেলোসিটির অধিনায়ক প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।  স্মৃতি মন্ধনা ব্যর্থ হলেও, এদিন ট্রেলব্লেজার্সের হয়ে শুরু থেকেই ভয়ঙ্কর মেজাজে ছিলেন মেঘানা। সেইসঙ্গে ফাস্ট ডাউনে ব্যাটিং করতে নামা জেিমা রডরিগেজও ছিলেন বিধ্বংসী ফর্মে। আর এই দুই তারকার পার্টনারশিপে ভর করেই বড় রানে ভিতটা তৈরি করে ফেলেছিল ট্রেলব্লেজার্স। ৪৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেন সাভিনেনি মেঘানা। তাঁর গোটা ইনিংসে ছিল ৭টি চার এবং ৪টি ওভার বাউন্ডারি।

জেমিমা রডরিগেজ করেন ৪৪ বলে ৬৬ রান। সেইসঙ্গেই এদিন ট্রেলব্রেজার্স এবারের ওমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জে সর্বোচ্চ রান করে।  ৫ উইকেট উইকেট খুইয়ে ট্রেলব্লেজার্স করে ১৯০ রান। ম্যাচের রাশ তখন তাদের হাতে। ফাইনালে পৌঁছতে হলে সেই সময় ৩২ রানে জিততেই হবে ট্রেলব্লেজার্সকে। অন্যদিকে ভেলোসিটিকে ফাইনালে পৌঁঠতে হলে ১৫৯ রান করেই হবে। খানিকটা সহজ রাস্তা তখন ভেলোসিটির সামনেই।

ফাইনালে সুপারনেভাসের বিরুদ্ধে নামছে ভেলোসিটি

৫০ রানের মধ্যে প্রতিপক্ষ শিবিরের দুই উইকেট তুলেও নিয়েছিল ট্রেলব্লেজার্স বোলাররা। কিন্তু এরপরই ম্যাচের মোরটা ঘুরিয়ে দেন কিরণ নাভগিরে। তাঁর ঝোরো ইনিংসেই নিজেদের লক্ষ্যের অনেকটা সমানে পৌঁছে যায় ভেলোসিটি। এবারের ওমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জের দ্রুততম অর্ধশতরান করেন তিনি। ৩৪ বলে ৬৯ রানের ইনিংস খেলে ফেলেন এই তরুণ তারকা। ম্যাচের ভবিষ্যত কার্যত তখনই নিশ্চিত। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছিল ট্রেলব্লেজার্স ব্রিগেড। কিন্তু ১৫৯ রানের লক্ষ্যমাত্রা পেড়িয়ে যাওয়ার পরই সব শেষ। ফাইনালে সুপার নোভাসের বিরুদ্ধে এবার নামবে  ভেলিসিটি। যদিও গতবারের চ্যাম্পিয়ন ট্রেলব্লেজার্স শেষম্যাচে ১৬ রানে জিতেই মাঠ ছাড়ে।