ঘোষিত হল অস্ট্রেলিয়ার অ্যাশেজ স্কোয়াড, ২৫ মাস পর টেস্ট দলে ডাক পেলেন উসমান খোয়াজা

পরিচিতদের নিয়ে গড়া ১৫ জনের স্কোয়াডে চমকপ্রদ কোন নাম নেই

Usman Khawaja
Usman Khawaja. (Photo by Matt King – CA/Cricket Australia via Getty Images/Getty Images)

৮ই ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে শুরু হতে চলেছে অ্যাশেজ সিরিজ। তার আগে অস্ট্রেলিয়ার নির্বাচকরা প্রথম দুটি টেস্ট ম্যাচের জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেট স্কোয়াড ঘোষণা করল। দলে ফিরে এসেছেন অভিজ্ঞ ক্রিকেটার উসমান খোয়াজা।   

উসমান খোয়াজা ছাড়াও মিচেল সোয়েপসন এবং মার্কাস হ্যারিসকেও অ্যাশেজ সিরিজের জন্য নেওয়া হয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটের পোড়খাওয়া পেসার মাইকেল নেসারকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি অস্ট্রেলিয়া দলের শক্তিশালী পেস আক্রমণের অংশ হবেন যেখানে জায়গা করে নিয়েছেন ঝাই রিচার্ডসন, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স। 

অস্ট্রেলিয়ার নির্বাচকদের চেয়ারম্যান, জর্জ বেইলি বলেছেন যে ঝাই রিচার্ডসন লাল বলের ক্রিকেটে মনোনিবেশ করার পুরষ্কার পেলেন এবং তিনি মনে করেন রিচার্ডসনের আগমনে দলের পেস আক্রমণে একটি নতুন মাত্রা আসবে। 

“লাল বলের ক্রিকেটে মনোনিবেশ করার পুরস্কার হিসেবে ঝাইকে এই সিরিজে সুযোগ দেওয়া হল। আ্মাদের মনে হয়েছে তাঁর একটি ব্যতিক্রমী দক্ষতা রয়েছে এবং সম্পূর্ণ সতেজ শরীরে তিনি মাঠে ফিরে আসায় আমরা তাঁকে নিয়ে উত্তেজিত,” ক্রিকবাজ অনুযায়ী বেইলি বলেছেন।  

উসমান খোয়াজা ভালো ছন্দে আছেন: জর্জ বেইলি 

জর্জ বেইলি বলেছেন যে মার্কাস হ্যারিস ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রেখেছেন এবং তিনি মনে করেন হ্যারিস একজন ভাল খেলোয়াড় যিনি অভিজ্ঞ ডেভিড ওয়ার্নারের সঙ্গে অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়তে সক্ষম হবেন। 

“মার্কাস ঘরোয়া ক্রিকেটে একজন ধারাবাহিক রান-স্কোরার এবং লেস্টারশায়ারের হয়ে খেলার সময় তিনি নিজের খেলায় অনেক উন্নতি এনেছেন এবং ওখানে একটি সফল মরসুম কাটিয়েছেন। তিনি একজন ভালো খেলোয়াড় এবং তিনি ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে নেমে শক্তিশালী পার্টনারশিপ গড়ে তুলতে চাইবেন,” বলেছেন বেইলি।  

২০১৯-এর অগাস্টের পর আবার জাতীয় টেস্ট দলে ফিরলেন উসমান খোয়াজা। তাঁরও প্রশংসা করেছেন বেইলি। অভিজ্ঞ খোয়াজার শান্ত প্রকৃতির কথা বলে বেইলি বলেছেন যে তিনি অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপে যেকোন পজিশনেই ব্যাট করার ক্ষমতা রাখেন। 

“উসমান খোয়াজা ভালো ছন্দে আছেন। তিনি ব্যাটিং লাইনআপে ধৈর্য, ধারাবাহিকতা এবং অভিজ্ঞতা সঞ্চার করেন এবং টেস্ট স্তরে তিনি একজন প্রমাণিত রান-স্কোরার। তাঁর ব্যাটিং অর্ডারে বিভিন্ন পজিশনে ব্যাট করার ক্ষমতাও আছে,” জর্জ বেইলি শেষে বলেছেন।   

অজিরা একটি তিন দিনের আন্তঃ-স্কোয়াড ম্যাচ খেলবে যা ১লা ডিসেম্বর শুরু হবে এবং নির্বাচকরা তার জন্য ১১ সদস্যের একটি দলও ঘোষণা করেছেন। 

অ্যাশেজের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড:

টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স (সহঅধিনায়ক), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ডেভিড ওয়ার্নার। 

অস্ট্রেলিয়া এ স্কোয়াড: শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, হেনরি হান্ট, জশ ইঙ্গলিস, নিক ম্যাডিনসন, মিচেল মার্শ, ম্যাট রেনশ, মার্ক স্টেকিটি, ব্রাইস স্ট্রিট।