কেভিন পিটারসেনের দুর্দান্ত ইনিংস সত্ত্বেও আরবানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে হারের মুখোমুখি হল ইন্ডিয়া ক্যাপিটালস

India Capitals vs Urbanrisers Hyderabad
India Capitals vs Urbanrisers Hyderabad. (Photo Source: Twitter)

লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২৩-এর পঞ্চম ম্যাচে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন ইন্ডিয়া ক্যাপিটালসকে ৩ রানে হারাল সুরেশ রায়নার নেতৃত্বাধীন আরবানরাইজার্স হায়দ্রাবাদ।

এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়া ক্যাপিটালস। আরবানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনার ডোয়েন স্মিথ এবং মার্টিন গাপটিল স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে পারেননি। স্মিথ ৫ বলে মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অন্যদিকে, গাপটিল ৭ বলে মাত্র ২ রান করেন। গুরকিরত সিং মান ৫৪ বলে ৮৯ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৯টি চার এবং ৩টি ছয় মারেন। সুরেশ রায়না ২৭ বলে ৪৬ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৬টি চার এবং ১টি ছয়।

পিটার ট্রেগো ৪টি চার এবং ১টি ছয় সহ ২০ বলে ৩৬ রানের একটি সুন্দর ইনিংস খেলে অপরাজিত থাকেন। স্টুয়ার্ট বিনি ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি ২ বলে মাত্র ১ রান করে নিজের উইকেট হারান। যোগেশ নগর ৫ বলে ৬ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান করে আরবানরাইজার্স হায়দ্রাবাদ। ইসুরু উদানা ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন। রাস্টি থেরন, কেপি আপান্না এবং মুনাফ প্যাটেল ১টি করে উইকেট নেন।

কেভিন পিটারসেনের দুর্দান্ত ইনিংস শেষমেশ ইন্ডিয়া ক্যাপিটালসকে জয় এনে দিতে পারল না

আরবানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনার গৌতম গম্ভীর এবং হাশিম আমলা ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হন। গম্ভীর এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। অন্যদিকে, আমলা ৪ বলে মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। কির্ক এডওয়ার্ডসের ব্যাট থেকেও বেশি রান আসেনি। তিনি ১৩ বলে মাত্র ১১ রান করেন। কেভিন পিটারসেন ৪৮ বলে ৭৭ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৪টি চার এবং ৬টি ছয় মারেন।

বেন ডাঙ্ক ২ বলে ৫ রান করে রান আউট হন। রিকার্ডো পাওয়েলের ব্যাট থেকে ২৬ রান আসে। অ্যাশলে নার্স এবং রাস্টি থেরন যথাক্রমে ২৫ বলে ৪১ রান এবং ৩ বলে ২ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান করতে সক্ষম হয় ইন্ডিয়া ক্যাপিটালস। ক্রিস এমপফু ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট নেন। পিটার ট্রেগো, টিনো বেস্ট এবং পবন সুয়াল ১টি করে উইকেট পান।