লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২৩-এ গম্ভীর-শ্রীশান্ত বিবাদের ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানালেন শ্রীশান্তের স্ত্রী

Gautam Gambhir & Sreesanth
Gautam Gambhir & Sreesanth. ( Image Source: Twitter )

লেজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি) ২০২৩-এর এলিমিনেটরে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে ১২ রানে জয় পেয়েছিল ইন্ডিয়া ক্যাপিটালস। এই ম্যাচটি শেষ হওয়ার পর গুজরাট জায়ান্টসের খেলোয়াড় শ্রীশান্ত একটি ভিডিও প্রকাশ করেন যেখানে তিনি ইন্ডিয়া ক্যাপিটালসের অধিনায়ক গৌতম গম্ভীরের আচরণের সমালোচনা করেন।

গৌতম গম্ভীর এবং শ্রীশান্ত উভয়েই ২০০৭ এবং ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অংশ ছিলেন। গুজরাট জায়ান্টস এবং ইন্ডিয়া ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন শ্রীশান্ত এবং গম্ভীর মৌখিক বিবাদে জড়িয়ে পড়েছিলেন। গম্ভীর শ্রীশান্তকে কয়েকটি চার মেরেছিলেন। এরপর দুই খেলোয়াড়কে বিবাদে জড়িয়ে পড়তে দেখা যায় এবং শেষমেশ মাঠে উপস্থিত বাকি খেলোয়াড় এবং আম্পায়াররা এসে পরিস্থিতি সামাল দেন।

শ্রীশান্ত একটি ভিডিওতে বলেছিলেন যে গৌতম গম্ভীর তাকে কিছু অপ্রীতিকর কথা বলেছিল। একটি পৃথক ভিডিওতে শ্রীশান্ত দাবি করেছিলেন যে গম্ভীর তাকে “ফিক্সার” বলেছিলেন।

শ্রীশান্ত বলেন, “আমি তার উদ্দেশ্যে একটিও খারাপ শব্দ ব্যবহার করিনি বা তাকে কোনো গালাগালি দিইনি। আমি শুধু বলেছিলাম, ‘কি বলছ? তুমি কি বলছ?’ আসলে, আমি ব্যঙ্গাত্মকভাবে হাসছিলাম কারণ তিনি আমাকে বলেছিলেন, ‘ফিক্সার, ফিক্সার, তুমি একটা ফিক্সার, ফা* অফ ফিক্সার’। তিনি এই ভাষাটিই ব্যবহার করছিলেন। যখন তারা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন, তখনও তিনি আমাকে ফিক্সার বলে ডাকছিলেন।”

এই ঘটনার ব্যাপারে শ্রীশান্ত প্ৰথমে যে ভিডিওটি পোস্ট করেছিলেন তাতে তিনি বলেছিলেন যে গৌতম গম্ভীর তার সহকর্মীদের সম্মান করেন না। এই প্রসঙ্গে তিনি বীরেন্দ্র সেহওয়াগের নামও উল্লেখ করেছিলেন।

“শিক্ষাদীক্ষা একটি অনেক বড় ব্যাপার এবং যখন এই ধরনের আচরণ সামনে আসে তখন তা বোঝা যায়” – ভুবনেশ্বরী শ্রীশান্ত

ভুবনেশ্বরী শ্রীশান্ত তার স্বামীর একটি ইনস্টাগ্রাম পোস্টে এই ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি গৌতম গম্ভীরের শিক্ষাদীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ভুবনেশ্বরী শ্রীশান্ত বলেন, “শ্রীর কাছ থেকে শুনে খুবই মর্মাহত যে বহু বছর ধরে ভারতের হয়ে খেলেছেন এমন একজন খেলোয়াড় এই স্তরে নেমে যেতে পারেন। সক্রিয় ক্রিকেট থেকে অবসরের এত বছর পরেও। শিক্ষাদীক্ষা একটি অনেক বড় ব্যাপার এবং যখন এই ধরনের আচরণ সামনে আসে তখন তা বোঝা যায়। মর্মান্তিক সত্যিই মর্মান্তিক।”

উল্লেখযোগ্যভাবে, দ্বিতীয় কোয়ালিফায়ারে মনিপাল টাইগার্সের মুখোমুখি হয়েছে ইন্ডিয়া ক্যাপিটালস। এই ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।