এশিয়া কাপের মাঝে শ্রেয়স আইয়ারের চোট, বিশ্বকাপের আগে চিন্তা বাড়ছে ভারতীয় দলের

Shreyas Iyer
Shreyas Iyer. (Photo by Joe Allison/Getty Images)

চোট সারিয়ে ফেরার পর এবারের এশিয়া কাপেই প্রথমবার নেমেছিলেন শ্রেয়স আইয়ার। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিংয়ে নেমেছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার। যদিও সেই ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি এই তারকা ক্রিকেটার।  শুরুটা ভাল করলেও শেষপর্যন্ত ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। নেপালের বিরুদ্ধে দলে থাকলেও শেষপর্যন্ত মাঠে নামতে হয়নি শ্রেয়স আইয়ারকে।  এরপরই ভারতীয় দলের প্রথম একাদশে প্রত্যাবর্তন হয়েছিল লোকেশ রাহুলের। এরপরই ভারতীয় দলে পাকিস্তানের বি্রু্দ্ধে সুপার ফোরের ম্যাচে প্রথম একাদশে জায়গা হয়নি এই শ্রেয়স আইয়ারের।

সেই সময়ই  ঘোষণা হয়েছিল যে শ্রেয়স আইয়ারের কোমড়ে সমস্যা রয়েছে। পরের ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছে টিম ইন্ডিয়া। সেখানেই শ্রেয়স আইয়ারকে চোটের জন্য রাখা সম্ভব হয়নি। পরপর দুই ম্যাচে চোটের জন্য শ্রেয়স আইয়ারের না থাকা নিয়েই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। সামনেই রয়েছে ওডিআই বিশ্বকাপ। তার আগে শ্রেয়স আইয়ারের এমন চোট বেশ চিন্তাতেই রাখছে ভারতীয় শিবিরকে। শ্রেয়স আইয়ারের এবারের এশিয়া কাপে বাকি ম্যাচ খেলা নিয়েও দেখা দিয়েছেন নানান জল্পনা।

সুপার ফোরের দুটো ম্যাচেই কোমড়ের চোটের জন্য দলে নেই শ্রেয়স আইয়ার

এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলার মাঝেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। সেই থেকেই আর ভারতীয় দলে ফিরতে পারেননি এই তারকা ক্রিকেটার। আইপিএলেরক সময়এও তাঁকে ছাড়াই দল নামাতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। সেই সময়ই অস্ত্রোপচার হয়েছিল শ্রেয়স আইয়ারের। এরপর বিশ্রাম নিয়ে রিহ্যাব শুরু হলেও শ্রেয়স আইয়ার মাঠে ফিরতে পারেননি। শেষপর্যন্ত এশিয়া কাপের মঞ্চেই ভারতীয় দলের স্কোয়াডে ফিরেছিলেন এই তারকা ক্রিকেটার। সেই থেকেই শ্রেয়স আইয়ারকে ভারতের চার নম্বর পজিশনে খেলানো নিয়ে নানান হিসাাব নিকাশ শুরু হয়েছিল।

কিন্তু এশিয়া কাপ চলার মাঝেই ফের একবার চোট পেয়েছেন শ্রেয়স আইয়ার। কোমড়ে চোট পেয়েছেন শ্রেয়স আইয়ার। সুপার ফোরের প্রথম দুই ম্যাচেই খেলতে পারলেন না তিনি। এখন সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধেই খেলা বাকি রয়েছে ভারতীয় দলের। সেখানেও শ্রেয়স আইয়ার খেলতে পারবেন কিনা সেটা নিয়েই  শুরু হয়েছে নানান জল্পনা। সামনেই বিশ্বকাপের আগে হঠাত্ই শ্রেয়স আইয়ারকে নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

বিশ্বকাপের স্কোয়াডে শ্রেয়স আইয়ারকে রেখেই দল ঘোষণা করেছে  বিসিসিআই। কিন্তু এশিয়া কাপের মাঝে শ্রেয়স আইয়াররের চোট ভারতীয় টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট।