অপেক্ষার অবসান, আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ভারতীয় দলের হয়ে অভিষেক হল উমরান মালিকের

Umran-Malik
Umran-Malik. ( Photo Source: BCCI )

অবশেষে সমস্ত অপেক্ষার অবসান। আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ভারতীয় দলের হয়ে অভিষেক হয়ে গেল উমরান মালিকের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ পেলেও, ঘরের মাঠে অভিষেক করতে পারেননি তিনি। অবশেষে আয়ারল্যান্ডের বিরুদ্ধেই উমরান মালিকের সামনে চলে এল সেই সুযোগটা। রবিবার ভারতীয় দলের জার্সি গায়ে অভিষেক হল জম্মু ও কাশ্মীরের তরুণ স্পীডস্টার উমরান মালিক। আইপিএলের পর এবার দেশের জার্সিতে পিচে আগুল ঝড়ানোর লক্ষ্যে উমরান মালিক।

সদ্য সমাপ্ত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্ধর্ষ ফর্মে ছিলেন উমরান মালিক। তাঁর বলের গতি থেকে লাইন লেন্থ সবকিছুই এবার নজর কেড়েছিল সকলের। তাঁর সামনে তাবড় তাবড় তারকা ক্রিকেটারকে রীতিমত পর্যুদস্ত হতে দেখা গিয়েছিল। অবশেষে সেই উমরান মালিকই এবার নামতে চলেছেন মেন ইন ব্লুস জার্সিতে। দীর্ঘদিন ধরে দেখা স্বপ্ন অবশেষে বাস্তবের আলো পেল এবার। ভারতীয় দলের আরেক তারকা ক্রিকেটার ভুবনেশ্বর কুমারের হাত থেকেই তাঁর মাথায় উঠল অভিষেক ক্যাপ।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৪ ম্যাচে ২২ উইকেট পেয়েছিলেন উমরান মালিক

সদ্য শেষ হওয়া আইপিএলেসানরাইজার্স হায়দরাবাদের হয়ে একের পর এক ম্যাচে প্রতিপক্ষ ব্যাটারদের নাস্তানাবুদ করেছিলেন তিনি। সেই থেকেই এই তরুণ ক্রিকেটারকে ভারতীয় নেওয়ার জন্য জোরদার দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন সকলে। প্রাক্তন থেকে বিশেষজ্ঞরাও উমরান মালিককে ভারতীয় নেওয়ার কথা বলতে শুরু করেছিলেন। হবে নাই বা কেন তাঁর ক্রমাগত ১৫০ গতিতে োলিং তো সকলেরই নজর কাড়ার মতো। সেইসঙ্গে ছিল অসাধারণ ইয়র্ক দেওয়ার দক্ষতা।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এবারের আইপিএলে প্রথম পেসার হিসাবে এক ইনিংসে পাঁচটি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি। শুধু তাই নয় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শ্রেয়স আইয়ারের বিরুদ্ধে তাঁর দুর্দান্ত ইয়র্কার সোশ্যাল সাইটে ভাইরাল হতে মাত্র কয়েক মিনিট সময় নিয়েছিল। এবার স্ই উমরান মালিককে ভারতীয় দলের হয়ে অভিষেক করতে দেখার পরই সোশ্যাল সাইট জুড়ে শুভেচ্ছা বার্তার ঢল। প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা সকলেই রয়েছেন সেখানে।

আইপিএলের মঞ্চে ১৪ ম্যাচ খেলে একাই নিয়েছিলেন ২২টি উইকেট। এরপরই ভারতীয় দলে নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলার সুযোগ হয়নি। আয়ারল্যান্ডেই সেই সুযোগ পেলেন উমরান মালিক। ভারতীয় দলের হয়ে অভিষেক করতে পেরে আপ্লুত তিনি। ভুবনেশ্বর কুমারের হাত থেকে তাঁর মাথায় অভিষেক ক্যাপ ওঠার সময়ই সেই উচ্ছ্বাসের ছাপ ছিল তাঁর চোখে মুখে স্পষ্ট।