প্লে অফ ম্যাচের আগে ২ তারকা প্লেয়ারকে ছেড়ে দিল আরসিবি

Wanindu Hasaranga and Dushmantha Chameera. (Photo Source: Twitter/Royal Challengers Bangalore)

আজ ডু অর ডাই ম্যাচ। জিতলে কোয়ালিফায়ার ম্যাচ খেলে ফাইনালে যাওয়ার সুযোগ কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। কিন্তু কলকাতা ম্যাচের আগেই দলের দুই তারকা প্লেয়ারকে ছেড়ে দিতে হলো আরসিবিকে। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে দুই শ্রীলঙ্কান ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুষ্মন্ত চামিরার দল ছাড়া কথা সরকারিভাবে জানিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Advertisement
Advertisement

প্রকৃতপক্ষে শ্রীলঙ্কা সরাসরি টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের টিকিট অর্জন করতে পারেনি। ফলে তাদের প্রথম রাউন্ডে মাঠে নামতে হবে। তাই বিশ্বকাপের জন্য তড়িঘড়ি জাতীয় দলের বায়ো-বাবলে যোগ দিতে হবে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুষ্মন্ত চামিরাকে। ভারতের বিরুদ্ধে দারুন পারফর্ম করার জন্য আইপিএল দলে সুযোগ পেয়েছিলেন এই দুই ক্রিকেটার। সেভাবে দাগ কাটতে না পারলেও আরসিবির মান রেখেছেন এই দুই ক্রিকেটার।

অন্যদিকে, আজকের ম্যাচে নামার পরিসংখ্যানের দিক থেকে কলকাতা নাইটা রাইডার্স কিছুটা এগিয়ে রয়্যাস চ্যালেঞ্জার্স বেঙ্গলুরু থেকে। এখনও পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২৮ বার, তার মধ্যে কলকাতা জিতেছে ১৫ বার আর আরিসিবি জিতেছে ১৩ বার, তার চেয়েও বড় কথা মরু শহরে যেভাবে কলকাতা আইপিএল ২০২১ -এর দ্বিতীয় পর্যায়ে শুরু করেছে তা এককথায় অভাবনীয়।

বিরাটদের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের মিডিয়াকে কেকেআর অধিনায়ক জানালেন, ‘প্রথম পর্বে সেভাবে ছন্দে ছিলাম না আমারা। কিন্তু আমিরশাহিতে দ্বিতীয় পর্বে দারুণ ছন্দে ফিরে এসেছে দল। এই মোমেন্টামটাই ধরে রাখতে চাই আমরা সব সময়। আমাদের পারফরম্যান্স ও ফলাফল ধারাবাহিকভাবে ভালো হয়েছে এবার। ছেলেরা মানসিকভাবে উদবুদ্ধ হয়ে আছে।’

তবে এলিমিনেটর ম্যাচে শেষ হাসি কোন দল হাসে সেটাই এখন দেখার। কারণ, দুটো দলেই এক সে বড় কর এক ম্যাচ জেতানো প্লেয়ার আছে।