আন্তর্জাতিক অবসরের দুই বছর পূরণের উপলক্ষে ধোনির ফ্যানদের উন্মাদনা

২০২০ সালে আজকের দিনে ধোনির অবসর নেওয়ার ঘোষণা অনেককেই বিস্মিত করেছিল

MS Dhoni. (Photo by Tom Shaw/Getty Images)

ফর্ম্যাট জুড়ে ভারতের সেরা অধিনায়কদের একজন, কিংবদন্তি এমএস ধোনি আজকের দিনে দুই বছর আগে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টেনেছিলেন। ধোনি তাঁর শান্ত স্বভাব এবং স্বাচ্ছন্দ্যে আক্রমণাত্মক ক্রিকেট খেলার ক্ষমতার জন্য পরিচিত ছিলেন। তিনি তাঁর প্রজন্মের ব্যাটারদের জন্য একটি ভিন্ন মানদণ্ড স্থাপন করেছেন এবং বিশ্বক্রিকেটে এখনও তাঁর মতো একজন ফিনিশার বিরল।

Advertisement
Advertisement

২০০৪ সালে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়। ধোনি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ১৫ বছর ভারতীয় দলের হয়ে খেলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে তাঁর শেষ ম্যাচে ধোনি রবীন্দ্র জাডেজার সঙ্গে জুটি গড়ে ভারতকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন। তবে, হাফ সেঞ্চুরি করার পর রান আউট হয়ে যান, আর তখনই শেষবার তাঁকে ভারতীয় জার্সিতে দেখেছিলেন ভক্তরা।

ঋষভ পান্তকে ধোনির উত্তরসূরি হিসাবে দেখা হয়েছিল এবং ২০১৯ বিশ্বকাপের পরেই নিয়মিত সুযোগ পেতে থাকেন তিনি। ২০১৯ বিশ্বকাপের পরে নির্বাচকরা তাঁকে বেছে নেওয়ার ব্যাপারে বিশেষ উৎসাহ দেখাননি। এক বছর পর, ধোনি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, যা তাঁর ভক্তদের বড় ধাক্কা দিয়েছিল।

আইসিসি ট্রফি জয়ের নিরিখে রেকর্ড অধিনায়ক ধোনির

আন্তর্জাতিক ক্রিকেটে ১৭০০০-এরও বেশী রানসহ, ধোনি ভারতের হয়ে খেলা সেরা উইকেটকিপার-ব্যাটারদের একজন এবং সব ফর্ম্যাট জুড়ে সবচেয়ে সফল অধিনায়ক। তিনি ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে সফলভাবে ভারতকে শিরোপা জয়ে নেতৃত্ব দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছিলেন। ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জয় তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। এরপরে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে তিনটি আইসিসি ট্রফি জেতা একমাত্র অধিনায়ক হন তিনি।

ধোনি আন্তর্জাতিক অবসরের পরে এখন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এবং ২০২১ মরসুমে দলকে চতুর্থবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন করান। এই বছর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত ফিনিশিং দক্ষতা দেখিয়ে পুরনো ধোনির মেজাজে অবতীর্ণ হয়েছিলেন। ভবিষ্যতেও তাঁর ভক্তরা আবার ‘ক্যাপ্টেন কুল’-এর কাছ থেকে এমন ইনিংস দেখতে চাইবেন নিঃসন্দেহে।