পাঞ্জাব কিংসকে ৪ উইকেটে পরাজিত করে প্লেঅফসে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল রাজস্থান রয়্যালস

Rajasthan Royals
Rajasthan Royals. (Photo Source: IPL)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৬৬ তম ম্যাচে পাঞ্জাব কিংসকে (পিবিকেএস) ৪ উইকেটে পরাজিত করল রাজস্থান রয়্যালস (আরআর)। এই মরসুমে এটি ছিল তাদের সপ্তম জয়।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। শুরুতেই প্রভিসিমরন সিংয়ের উইকেট হারায় পাঞ্জাব কিংস। ট্রেন্ট বোল্ট একটি অসাধারণ ক্যাচ নিয়ে এই উইকেটটি শিকার করেন। শিখর ধাওয়ান বড় রান করতে পারেননি। তিনি ১২ বলে ১৭ রান করেন। অথর্ব তাইডে ১২ বলে ১৯ রান করেন। লিয়াম লিভিংস্টোন এই ম্যাচ ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি ১৩ বলে ৯ রানের একটি ধীরগতির ইনিংস খেলেন। এরপর স্যাম কারান এবং জিতেশ শর্মা মিলে ৬৪ রানের একটি অসাধারণ পার্টনারশিপ করেন। জিতেশ শর্মা ২৮ বলে ৪৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তিনি এই ইনিংসে ৩টি চার এবং ৩টি ছয় মারেন। এরপর ক্রিজে আসেন শাহরুখ খান। তিনি ৪টি চার এবং ২টি ছয় সহ ২৩ বলে অপরাজিত ৪১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন।

স্যাম কারান ৩১ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। তার এই ইনিংসে ছিল ৪টি চার এবং ২টি ছয়। তার এবং শাহরুখের মধ্যে ৭৩ রানের একটি দারুন পার্টনারশিপ গড়ে ওঠে। শেষমেশ ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান করে পাঞ্জাব কিংস। এই ম্যাচে আরআরের সবথেকে সফল বোলার ছিলেন নভদীপ সাইনি। তিনি ৪ ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। ট্রেন বোল্ট এবং অ্যাডাম জাম্পা যথাক্রমে ৪ ওভারে ৩৫ রান এবং ৪ ওভারে ২৬ রান দিয়ে ১টি করে উইকেট নেন।

প্লেঅফসে যাওয়ার আশা শেষ হয়ে গেল পাঞ্জাব কিংসের

রান তাড়া করতে নেমে শুরুতেই জস বাটলারের উইকেট হারায় রাজস্থান রয়্যালস। তিনি এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। দেবদত্ত পাড়িক্কল ৩০ বলে ৫১ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তার এই ইনিংসে ছিল ৫টি চার এবং ৩টি ছয়। তিনি এবং যশস্বী মিলে ৭৩ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন। জয়সওয়াল ৮টি চার সহ ৩৬ বলে ৫০ রান করেন। অধিনায়ক সঞ্জু স্যামসন এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন। রিয়ান পরাগ ১টি চার সহ ১২ বলে ২০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শিমরন হেটমায়ার ৪টি চার এবং ৩টি ছয় সহ ২৮ বলে ৪৬ রানের একটি দারুন ইনিংস খেলেন। শেষে ৪ বলে অপরাজিত ১০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আরআরকে ম্যাচটি জিতিয়ে দেন ধ্রুব জুরেল। আরআর ২ বল বাকি থাকতেই ৬ উইকেটে ১৮৯ রানে পৌঁছানোর মাধ্যমে এই ম্যাচটি জিতে নেয়।

কাগিসো রাবাডা ৪ ওভারে ৪০ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন। আর্শদীপ সিং, নাথান এলিস, স্যাম কারান এবং রাহুল চাহার প্রত্যেকেই ১টি করে উইকেট নেন। এই ম্যাচটি হেরে যাওয়ায় প্লেঅফসের দৌড় থেকে ছিটকে গেল পাঞ্জাব কিংস। অন্যদিকে, এই ম্যাচটিতে জয় পাওয়ায় প্লেঅফসে যাওয়ার দৌড়ে টিকে থাকল রাজস্থান রয়্যালস।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –