ওবেদ ম্যাককয়ের ৬ উইকেটের ধাক্কায় বেসামাল ভারতীয় ব্যাটিং, শেষ ওভারে নো-বল করে ভিলেন আভেশ

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাট হাতে সফল ব্র্যান্ডন কিং (৫২ বলে ৬৮)

Obed McCoy. (Photo by RANDY BROOKS/AFP via Getty Images)

ওডিআই সিরিজ থেকে টানা চারটি ম্যাচ হারার পর ওয়েস্ট ইন্ডিজ অবশেষে  ভারতের বিরুদ্ধে তাদের প্রথম জয় নথিভুক্ত করেছে এবং এখন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় এনেছে। গত তিন বছরে মেন ইন ব্লু-র বিরুদ্ধে তাদের প্রথম টি-টোয়েন্টি জয় এটি। নিকোলাস পুরানের নেতৃত্বাধীন দল ভারতকে কম স্কোরে সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়েছিল এবং তারপর ব্যাট হাতে ব্র্যান্ডন কিং ও ডেভন টমাসের আগ্রাসী ব্যাটিং ক্যারিবিয়ানদের জয় নিশ্চিত করেছে।

Advertisement
Advertisement

ওয়েস্ট ইন্ডিজ সেন্ট কিটসে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং ওবেদ ম্যাককয় খেলার প্রথম বলে অধিনায়ক রোহিত শর্মাকে আউট করে দুর্দান্ত একটি সূচনা দেন দলকে। সূর্যকুমার যাদব (১১) ও শ্রেয়াস আইয়ার (১০) একটি করে ছক্কা হাঁকানোর পরে তাড়াতাড়ি আউট হন যথাক্রমে ম্যাককয় ও আলজারি জোসেফের ডেলিভারিতে। ঋষভ পান্ত ১২ বলে ২৪ রান করার পথে ছন্দে দেখালেও তিনি স্পিনারের বিরুদ্ধে ছয় মারতে গেলে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে বসেন। 

৬১ রানে শীর্ষ চার ব্যাটারকে হারানোর পরে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাডেজা ইনিংসের পুনর্গঠনের চেষ্টা করলেও রানের গতি কমে যায়। ৯ রান রেট থেকে এক সময় রান রেট ৭-এর নীচে নেমে যায়। ৩১ বলে ৩১ রান করা পান্ডিয়াকে জেসন হোল্ডার আউট করার পর নামেন দীনেশ কার্তিক। তবে তিনি আগের ম্যাচের মতো তাৎপর্যপূর্ণ ইনিংস খেলতে পারেননি এবং ১৩ বলে মাত্র ৭ রানে আউট হন। ম্যাককয় তাঁর শেষ ওভারে ৩ উইকেট নিয়ে একটি স্মরণীয় দিন উপভোগ করেন। একটি মেডেনসহ চার ওভারে ১৭ রান দিয়ে ৬ উইকেট নেন ম্যাককয়। ভারত ১৯.৪ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায়।

ব্র্যান্ডন কিং ওয়েস্ট ইন্ডিজকে একটি আগ্রাসী সূচনা প্রদান করেন

রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ পাওয়ারপ্লেতে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে ৪৬ রান যোগ করে কোন উইকেট না হারিয়েই। বেশিরভাগ রান আসে ব্র্যান্ডন কিংয়ের ব্যাট থেকে। ১৪ বলে ৮ রান করে মেয়ার্স পাওয়ারপ্লে শেষ হওয়ার পরের বলেই আউট হলে অধিনায়ক নিকোলাস পুরান (১৪) ও শিমরন হেটমায়ারও (৬) দ্রুত আউট হন। তবে ক্রিজের অন্য প্রান্তে উইকেট অক্ষত রাখেন কিং এবং ৫২ বলে ৬৮ রানের একটি ম্যাচজয়ী ইনিংস খেলেন।

শেষ ওভারে জয়ের জন্য ১০ রান বাকি ছিল ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ডেলিভারিতেই আভেশ খান নো-বল করে ওয়েস্ট ইন্ডিজের কাজ অনেক সহজ করে দেন। সেই ডেলিভারিতে এক রান নিয়ে ওডিয়ান স্মিথ স্ট্রাইকে নিয়ে আসেন সেট ব্যাটার ডেভন টমাসকে। পরের ডেলিভারিতে ফ্রি-হিটে ছয় তিনি ছক্কা হাঁজানোয় সমীকরণ দাঁড়ায় ৫ বলে ২। পরের বলে চার মেরে টমাস জয় নিশ্চিত করার পাশাপাশি অপরাজিত থাকেন ১৯ বলে ৩১ রানে।

ওয়েস্ট ইন্ডিজের জয়ে টুইটার যেভাবে প্রতিক্রিয়া দেখাল